বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ উদ্বেগ বাড়িয়ে, দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। নিজেই টুইট করে সেকথা জানিয়েছেন। তবে, করোনার কোনও উপসর্গ দেখা দিয়েছে কিনা, বা তাঁর শারীরিক অবস্থা কেমন, সে বিষয়ে বিস্তারিতভাবে কিছুই জানাননি বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।
মঙ্গলবার ‘বিগ বি’ নিজেই টুইটে লেখেন, ‘এইমাত্র জানলাম কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। বিগত কিছুদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করব কোভিড পরীক্ষা করিয়ে নিতে।’
সূত্রের খবর, আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছে ‘বিগ বি’। উল্লেখ্য, এর আগে বছর দুই আগে ২০২০-র জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই সময় অমিতাভ বচ্চনকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই দুই সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন। শুধু অমিতাভই নন, সেই সময় করোনা আক্রান্ত হয়েছিলেন অভিষেক বচ্চন। আক্রান্ত হন ঐশ্বর্য রাই বচ্চনও।
জানা গিয়েছে, আপাতত ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৪ তম সংস্করণের শুটিং করছিলেন অমিতাভ। তিনি করোনা আক্রান্ত হওয়ার পর এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। মনে করা হচ্ছে, আপাতত শ্যুটিং স্থগিত রাখতে হতে পারে। এদিকে, অমিতাভ বচ্চনের দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ার খবরে তাঁর ভক্তরা রীতিমতো চিন্তায়। অনেকেই অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
সামনেই অনেক কাজ রয়েছে বলিউড শাহেনশার। করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই তা থেমে থাকবে। ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান’, ‘উনচাই’, ‘গুডবাই’, ‘প্রজেক্ট কে’ এবং ‘দ্য ইন্টার্ন’ রিমেক-সহ তাঁর অনেকগুলি ছবিই এই মুহূর্তে মুক্তির অপেক্ষায়। তবে, ভক্তদের পাশাপাশি সহকর্মী, বন্ধু এবং পরিবারের আশা তিনি দ্রুত সুস্থ হয়ে ফের কাজে ফিরবেন।
আপনার মতামত লিখুন :