1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

PNB গ্রাহকদের জন্য দুঃসংবাদ! এবার থেকে এই সকল পরিষেবার ক্ষেত্রে বাড়ানো হল চার্জ

মৌসুমী মোদক

প্রকাশিত: জুন ১, ২০২২, ০৩:৫৭ পিএম

PNB গ্রাহকদের জন্য দুঃসংবাদ! এবার থেকে এই সকল পরিষেবার ক্ষেত্রে বাড়ানো হল চার্জ
PNB গ্রাহকদের জন্য দুঃসংবাদ! এবার থেকে এই সকল পরিষেবার ক্ষেত্রে বাড়ানো হল চার্জ

দেশে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ছাড়া আরেক ভরসাযোগ্য নাম পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক (PNB)। সারা দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষ আজ এই ব্যাঙ্কের গ্রাহক। আর সেই গ্রাহকদের জন্যই এবার বড় ঘোষণা করল PNB।

এবার থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একাধিক নিয়মে আসছে বড় বদল। ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী এবার NEFT, RTGS-র মতো ই-সার্ভিসের জন্য গুণতে হবে বেশি খরচ। ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (এনএসিএইচ) ই-ম্যান্ডেট চার্জ বাড়ানো হচ্ছে। ফলে এবার এই সকল পরিষেবার জন্য বাড়তি চার্জ দিতে হবে গ্রাহককে।

PNB-র তরফে জানানো হয়েছে, অনলাইন মাধ্যমে NEFT করার ক্ষেত্রে কোনও চার্জ কাটা হবে না। কিন্তু সেভিংস ছাড়া অন্য অ্যাকাউন্ট হোল্ডার অথবা PNB ছাড়া অন্য কোনও ব্যাঙ্কে NEFT-র জন্য অতিরিক্ত টাকা দিতে হবে। ব্যাঙ্কের তরফে, ২০ মে থেকে  এই নতুন নিয়ম চালু করার সুপারিশ দেওয়া হয়েছিল।

জানা গিয়েছে, এবার থেকে দশ হাজার টাকা পর্যন্ত NEFT-র জন্য ২.২৫ টাকা লাগবে। যা আগে ছিল ২ টাকা। অনলাইনের ক্ষেত্রে চার্জ ১.৭৫ টাকা। আবার দশ হাজার টাকার ঊর্ধ্বে NEFT করলে চার্জ হিসাবে দিতে হবে ৪.৭৫ টাকা। আগে এই চার্জ ছিল ৪ টাকা।

টাকার পরিমাণ এক লক্ষ টাকা থেকে দু‍‍`লক্ষ টাকার মধ্যে থাকলে NEFT-র জন্য চার্জ ধার্য হয়েছে ১৪.৭৫ টাকা। দু‍‍`লক্ষ টাকার ঊর্ধ্বে চার্জ ধার্য ২৪.২৫ টাকা। অনলাইনের ক্ষেত্রেও একই চার্জ প্রযোজ্য।

অন্যদিকে, যদি কোনো গ্রাহক যদি ব্যাঙ্কের শাখায় গিয়ে RTGS-এর সুবিধা নেন, সেক্ষেত্রে দু’লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বাড়তি ২৪.৫ টাকা চার্জ দিতে হবে। এই চার্জ আগে ছিল ২০ টাকা। অনলাইনের ক্ষেত্রে আবার বাড়তি চার্জ নেওয়া হবে ২৪ টাকা। আবার টাকার পরিমাণ পাঁচ লক্ষের ঊর্ধ্বে হলে আগে বাড়তি চার্জ ছিল ৪০ টাকা। কিন্তু এখন ৪৯.৫ টাকা চার্জ গুনতে হবে। অনলাইনের ক্ষেত্রে তা ৪৯ টাকা ধার্য হয়েছে।

আরও পড়ুন