বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ক্রমাগত বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ক্রমশ আরও স্পষ্ট হয়ে উঠছে। ক্রমাগত জ্বালানীর দাম বাড়লেও সরকার নির্বিকার। তা না হলে, এভাবে লাগাতার দাম বাড়ার পরেও কেন সরকার কিছু করছে না? এই প্রশ্ন দেশের প্রতিটি মানুষের মনে। রাজ্য সরকারগুলোই বা কেন পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণ করছে না?
কিছুদিন আগে জ্বালানীর যে মূল্য বৃদ্ধির ধারা শুরু হয়েছিল, সেই ধারা রবিবারও অব্যাহত থাকল। এদিন ফের ৫০ থেকে ৫৮ পয়সা করে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। রবিবার সকাল থেকেই এই নয়া দাম কার্যকর হয়েছে। এদিন দিল্লিতে এক লিটার পেট্রোল কিনতে দিতে হচ্ছে ৯৯.১১ টাকা। পাশাপাশি দিল্লিতে ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯০.৪২ টাকা।
এদিকে, আজ কলকাতায় এক লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৮ টাকা ৫৩ পয়সা। শহরে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৩ টাকা ৫৭ পয়সা। শহর কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৫২ ও ৫৫ পয়সা। মুম্বইতে আরও বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। বাণিজ্যনগরীতে ১১৩.৮৮ টাকা এক লিটার পেট্রোল এবং এক লিটার ডিজেল কিনতে খরচ হচ্ছে ৯৮.১৩ টাকা।
প্রসঙ্গত গত বছর ২ নভেম্বর শেষবার দেশব্যাপী বেড়েছিল জ্বালানীর দাম। ২১ সালের শেষ দিকে আকাশছোঁয়া পেট্রোল-ডিজেলের দামের জের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছিল। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপাবলির উপহার হিসেবে পেট্রোলে লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেল ১০ টাকা শুল্ক কমায়। এর ফলে একধাক্কায় পেট্রোল-ডিজেলের দাম অনেকটাই কমে যায়। এরপর প্রধানমন্ত্রীর পথ অনুসরণ করে কয়েকটি বিজেপিশাসিত রাজ্যও কর কমায়। এতে চাপে পড়ে কয়েকটি অবিজেপিশাসিত রাজ্যও করের বোঝা কমাতে বাধ্য হয়। এতে সাধারণ মানুষের কিছুটা সুবিধা হয়। পেট্রোল-ডিজেলের দাম অনেকটা কমে।
যদিও বাংলার তৃণমূলশাসিত সরকার পেট্রোল-ডিজেলের উপর কর কমায়নি। কিন্তু সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ পেতেই ফের বাড়তে শুরু করে পেট্রোল- ডিজেলের দাম। শুধু পেট্রোল ডিজেলেই নয়, বেড়েছে রান্নার গ্যাসেরও দাম। এদিকে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। যার প্রভাব ভারতেও পড়তে শুরু করেছে। এই কারণেই বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। এই পরিস্থিতিতে তেল সংস্থাগুলি বলছে, অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে পেট্রোল ও ডিজেলের দাম বাড়াতে তারা বাধ্য হচ্ছে। অনুমান করা হচ্ছে যে, আগামী দিনেও এই দাম বাড়ার ধারা জারি থাকবে। এর জেরে সাধারণ মানুষ সমস্যায় পড়তে চলেছে। তবে, ইচ্ছে করলে সরকার কর কমিয়ে কিছুটা হলেও স্বস্তি দিতে পারে মানুষকে।
অন্যদিকে, শনিবার ‘মূল্যবৃদ্ধি মুক্ত ভারত’ অভিযানের ডাক দিইয়েছে কংগ্রেস। জানা গিয়েছে, অভিযান শুরু হবে চলতি মাসের ৩১ তারিখ থেকে এবং চলবে ৭ তারিখ পর্যন্ত। ক্রমাগত পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার কারণে কংগ্রেসের নিশানায় কেন্দ্রের বিজেপি সরকার। রাহুল গান্ধী জ্বালানীর দাম বাড়ার কারণে বিজেপিকে আক্রমণ করে বলেছেন, ‘রাজা প্রাসাদের জয় প্রস্তুতি নিচ্ছেন, যখন প্রজারা মুদ্রাস্ফীতির অধীনে রয়েছে।’
আপনার মতামত লিখুন :