1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

অপেক্ষার অবসান! দেশে কবে চালু হবে 5G পরিষেবা? সময়সীমা জানিয়ে দিলেন টেলিকম মন্ত্রী

মৌসুমী মোদক

প্রকাশিত: মে ৩, ২০২২, ১০:০২ পিএম

অপেক্ষার অবসান! দেশে কবে চালু হবে 5G পরিষেবা? সময়সীমা জানিয়ে দিলেন টেলিকম মন্ত্রী
অপেক্ষার অবসান! দেশে কবে চালু হবে 5G পরিষেবা? সময়সীমা জানিয়ে দিলেন টেলিকম মন্ত্রী / প্রতীকী ছবি

২০২২ অর্থাৎ চলতি বছরেই ভারতে আসতে চলেছে 5G পরিষেবা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই টেলিকমিউনিকেশন বিভাগ স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছে যে, ২০২২ সালে দেশের ১৩টি বড় শহরে চালু হয়ে যাবে 5G পরিষেবা। দেশের নামকরা সরকারি ও বেসরকারি টেলিকম সংস্থাগুলি ইতিমধ্যেই সে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। Reliance Jio, Airtel এবং Vodafone-Idea র মতো টেলিকম সংস্থাগুলি 5G ট্রায়ালের কথাও ঘোষণা করেছে।

5G পরিষেবা এলে ডেটা ডাউনলোডের গতি বাড়বে ১০ গুণ। স্পেকট্রাম এফিশিয়েন্সিও হবে ৩ গুণ বেশি। কিন্তু কবে থেকে চালু হবে 5G পরিষেবা? তা নিয়ে এতদিন ধরে বেশ ধোঁয়াশাই ছিল৷ এবার তা স্পষ্ট করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানালেন, আর চার মাসের মধ্যেই দেশে 5G পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। তার জন্য আগামী জুনেই শুরু হবে নিলাম। স্পেকট্রাম (5G spectrum) বণ্টনের কাজ মিটলেই বাকিটা সারা হবে।

কেন্দ্রীয় টেলিকম মন্ত্রীর কথায়, আগামী অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই দেশে চালু হয়ে যাবে 5G পরিষেবা। স্পেকট্রাম বণ্টনের প্রক্রিয়া শেষ হলেই দ্রুতগতিতে মিটবে বাকি কাজ। কেন্দ্রীয় সূত্রের খবর, কলকাতা, মুম্বই, দিল্লি, গুরগাঁও, পুণে, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, লখনউ, হায়দ্রাবাদ, জামনগর, আহমেদাবাদ, গান্ধীনগর, প্রাথমিকভাবে এই ১৩টি বড় শহরেই চালু হতে চলেছে 5G। ওই শহরগুলিতে ট্রায়াল সাইট স্থাপিত হয়েছে। সেখান থেকেই 5G পরিষেবার ট্রায়াল শুরু করবে Reliance Jio, Airtel এবং Vodafone-Idea র মতো টেলিকম সংস্থাগুলি।

তবে কেন্দ্রীয় মন্ত্রকের কথা মতো জুনেই নিলামের কাজ কতটা শুরু করা যাবে বা নিলামের পর অগাস্ট থেকেই 5G পরিষেবা চালু করা যাবে কিনা, তা নিয়ে বেশ প্রশ্ন উঠছে। কারণ টেলিকম মন্ত্রক যে দামে 5G স্পেকট্রাম নিলাম করতে চাইছে, তা টেলিকম সংস্থাগুলির সাধ্যের বাইরে। ফলে নিলাম কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ থাকছে।

দেশের টেলিকম সংস্থাগুলি প্রাথমিকভাবে স্পেকট্রামের দাম ৯০ শতাংশ কমানোর দাবী জানিয়েছিল। তবে সরকার তা ৩০-৩৫ শতাংশ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু তাতেও আদৌ বেসরকারি সংস্থাগুলি 5G স্পেকট্রাম কিনতে আগ্রহী হবে কিনা তা নিয়ে সন্দেহ থাকছে। গত ৩ বছর ধরে 5G পরিষেবা চালুর জন্য ৮টি এজেন্সি সংস্থা সমানে কাজ করে চলেছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে, আইআইটি দিল্লি, আইআইটি বম্বে, আইআইটি কানপুর। কিন্তু সেই টার্গেট কি আদৌ পূরণ হবে? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন