কাউন্টারের লম্বা লাইনে টিকিট কাটতে গিয়ে ট্রেন মিস? নিত্যযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

By Bongnews24x7

Published On:

Follow Us

বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষের যাতায়াতের সবথেকে বড় মাধ্যমের নাম অবশ্যই রেল। প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি ভারতবাসীর নিত্যযাত্রার ক্ষেত্রে প্রধান ভরসা লোকাল ট্রেন। এই ট্রেন যদি কোন‌ও দিন‌ও বন্ধ হয়ে যায় তাহলে স্তব্ধ হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষের যাতায়াত।

তবে লোকাল ট্রেনে যাতায়াতের জন্য টিকিটের লাইন‌ও পড়ে দীর্ঘ। ছোট ছোট রেল স্টেশন হোক বা জংশন স্টেশন কখনও কখনও রেলস্টেশন পেরিয়ে যায় লাইন।‌ এর ফলে ট্রেন মিস হয়ে যায় অনেকের। আবার অনেকেই বিনা টিকিটে উঠে পড়েন ট্রেনে। আর এবার এই সমস্যা দূরীকরণে উদ্যোগী হলো রেল।

এই সমস্যার সমাধানে এবার উদ্যোগী হয়েছ শিয়ালদহ ডিভিশন।‌ শিয়ালদহ বিভাগে যাত্রীদের জন্য অটোমেটিক টিকেট ভেন্ডিং মেশিন‌ ও UTS মোবাইল অ্যাপের ব্যবহার বাড়াতে উদ্যোগী হয়েছে রেল। এই ব্যাপারে চালু করা হয়েছে সচেতনতা অভিযান।

উল্লেখ্য, এই প্রচেষ্টার অংশ হিসেবে‌ ইতিমধ্যেই শিয়ালদহ-বনগাঁ শাখার বাণিজ্যিক বিভাগ এক বিশেষ প্রচারাভিযান চালু করেছে। উল্লেখ্য , অটোমেটিক ভেন্ডিং মেশিন ব্যবহারের অনেকগুলি সুবিধা। এর ফলে লাইনে দাঁড়ানোর ঝামেলা কমে। দ্রুত ও সহজে টিকিট কাটা যায়। যাত্রীরা নিজেরাই নিজেদের গন্তব্য নির্বাচন করে পেমেন্ট করে টিকিট সংগ্রহ করতে পারবেন।

UTS মোবাইল অ্যাপ ব্যবহার করাও যাত্রীদের জন্য অত্যন্ত সুবিধাজনক। আর এই সচেতনতা অভিযানে UTS মোবাইল অ্যাপ ব্যবহার করে লাইভ ডেমোনস্ট্রেশন। অ্যাপ ডাউনলোড ও ব্যবহারের প্রক্রিয়া সম্পর্কে যাত্রীদের অবগত করা হচ্ছে। ‌



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now