সাধারণত বাড়ির নানান কাজ করতে করতে হাতের নখ পাতলা হয়ে যায় আর ভেঙে যাওয়ার প্রবণতা তৈরি হয়। সেক্ষেত্রে কি করতে আবার নখ মজবুত হবে ও ভেঙে যাওয়ার সম্ভাবনা কম হবে জেনে নিন-
নখের যত্ন নিতে পরিমাণমতো অলিভ অয়েলে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মেশান। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে দশ আঙুলের নখে ভালো করে এই মিশ্রণ প্যাগিয়ে মাসাজ করুন। সারা রাত মিশ্রণটা নখে লাগিয়ে রাখবেন। দেখবেন খুব তাড়াতাড়ি উপকার মিলবে।
জলের মধ্যে আপেল সাইডার ভিনিগার মিশিয়ে সেই মিশ্রনে ১০ মিনিট মতো নখ ডুবিয়ে রাখুন। আপেল সাইডার ভিনিগারে পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো নানান খনিজ উপাদান আছে যা নখের যে কোনো সমস্যা কমিয়ে নখ মজবুত রাখতে সাহায্য করে।
এছাড়া আরও একটি পদ্ধতি হলো একটি বাটিতে জল নিয়ে তাতে কিছুটা সৈন্ধব লবণ মিশিয়ে নিন। এর সঙ্গে যোগ করুন কয়েক ফোঁটা পাতিলেবুর রস। সপ্তাহে একবার এই মিশ্রণে নখ ডুবিয়ে রাখলে নখ আগের চেয়ে অনেক মজবুত হবে।
যখন বাড়িতে কাজ করেন প্রতিদিন বাসন মাজা বা কাপড় কাচার কাজ শেষ হলে হাত ধুয়ে মুছে খুব ভালো করে ময়শ্চারাইজার মেখে নিন। তাতে হাত আর নখ, দুইই ভালো থাকবে।
আপনার মতামত লিখুন :