শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

আজকের স্পেশাল রেসিপি সবজির পাতুরি, কিভাবে বানাবেন? রইল সহজ রেসিপি

সৌভিক বেজ

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ১২:৩৬ পিএম | আপডেট: নভেম্বর ২৩, ২০২২, ০৬:৩৬ পিএম

আজকের স্পেশাল রেসিপি সবজির পাতুরি, কিভাবে বানাবেন? রইল সহজ রেসিপি
আজকের স্পেশাল রেসিপি সবজির পাতুরি, কিভাবে বানাবেন? রইল সহজ রেসিপি

প্রয়োজনীয় উপকরণ: পাঁচমিশালি সবজি (ফুলকপি, গাজর, বরবটি, শিম, বেগুন) ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, রসুনকুচি আধা কাপ, কাঁচা মরিচকুচি আধা কাপ, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, ধনেপাতাকুচি আধা কাপ, লবণ স্বাদমতো, শর্ষের তেল আধা কাপ, কলাপাতা বড় ১টি নিয়ে নিন।

প্রস্তুত প্রণালি: সবজিগুলো একই আকারে কেটে ধুয়ে গরম জলে ৫ মিনিট রেখে জল ঝরিয়ে রাখুন। কলাপাতা কয়েক টুকরা করে কেটে ভালো করে ধুয়ে মুছে নিন। এবার একটি পাত্রে সব উপকরণ ভালো করে মাখিয়ে ১০ মিনিট রাখুন।

এরপর এক টুকরা কলাপাতায় কিছু পরিমাণ মিশ্রণ নিয়ে ভালো করে মুড়িয়ে সুতা দিয়ে পেঁচিয়ে নিন। গরম তাওয়ায় ৮-১০ মিনিট সেঁকে নামিয়ে নিন। তারপর ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে পরিবেশন করুন।