শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

গরমে ট্যানের সমস্যায় ভুগছেন? ব্যবহার করুন এই ঘরোয়া ফেসপ্যাক

প্রিয়াঙ্কা রায়

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২, ০১:৪২ পিএম | আপডেট: এপ্রিল ২০, ২০২২, ০৭:৪২ পিএম

গরমে ট্যানের সমস্যায় ভুগছেন? ব্যবহার করুন এই ঘরোয়া ফেসপ্যাক
গরমে ট্যানের সমস্যায় ভুগছেন? ব্যবহার করুন এই ঘরোয়া ফেসপ্যাক

গরম পড়তেই শুরু হয়েছে ত্বকের হাজারো সমস্যা। যেমন - ব্রণের সমস্যা, তীব্র রোদের কারণে ট্যান এর সমস্যা, ত্বকে জ্বালা ভাব এমনকি চুলকুনি এর সমস্যাও হতেও দেখা যাচ্ছে। তবে আপনার বাড়িতেই রয়েছে এসব থেকে মুক্তি পাওয়ার উপায়। 

পার্লার নয় এবার বাড়িতেই তৈরি করে নিন ফেসপ্যাক। যার দ্বারা আপনার ত্বকের ট্যান রিমুভ এর সাথে ত্বক উজ্জ্বল,  মসৃন ও তরতাজাও থাকবে। তবে কিভাবে তৈরি করবেন ফেসপ্যাক একনজরে দেখে নিন

বেসন,  হলুদ, মধু ও দুধ এই সকল  ঘরোয়া উপাদান দিয়েই তৈরি করে নিন ফেসপ্যাক। প্রথমে একটু পাত্রে ২ বড়  চা চামচ বেসন নিন। তারপর তাতে এক চিমটি হলুদ, ১ চা চামচ কমলালেবুর খোসার রস এবং ১ চা চামচ কাঁচা দুধ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। 

এবার এই মিশ্রণটি মুখে ভালো করে লাগিয়ে নিন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন এবং ফেসপ্যাক শুকিয়ে একে জল দিয়ে আলতো হাতে ধুয়ে ফেলুন। এই গরমে প্রতিদিন এটি ব্যবহার করতে পারলে খুবই ভালো। নাহলে সপ্তাহে ৪ দিন ব্যবহার করুন। এটি ত্বকের ট্যান দূর করার সাথে সাথে ত্বক উজ্জ্বল, ব্রণ মুক্ত ও তরতাজা রাখে।