আমরা যতটা মুখের ত্বকের যত্ন নিয়ে ভাবি, ততটা পায়ের ত্বক নিয়ে ভাবি না। এর ফলে আমাদের পায়ের ত্বক হয়ে পড়ে রুক্ষ ও অমসৃণ। হারিয়ে যায় পায়ের উজ্জ্বলতা। তাই ত্বকের পাশাপাশি পায়ের জেল্লাও ধরে রাখা দরকার। রূপসচেতন ব্যক্তি মাত্রই সর্বাঙ্গ নিয়ে ভাবেন।
পায়ের ত্বক লেবুর রস লাগাতে পারেন। লেবুতে থাকা ভিটামিন সি পা পরিষ্কার রাখতে সাহায্য করে। পায়ে যদি কোন দাগ থেকে থাকে তাহলে তাও দূর হতে যায়। সপ্তাহে ৩ দিন লেবুর রস পায়ে লাগান উপকার পাবেন।
এছাড়া পায়ের সৌন্দর্যতা ধরে রাখতে সাহায্য করে শসা। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা পায়ের দাগ দূর করতে সাহায্য করে এবং পা কোমল ও মসৃণ দেখায়।
তবে শসা যেভাবে ব্যবহার করবেন - প্রথমে শসার পেস্ট তৈরি করুন। তারপর তাতে গোলাপজল মিশিয়ে পায়ে লাগান। এরপর পেস্ট টি শুকিয়ে এলে পা ধুয়ে ফেলুন। প্রত্যহ এই প্যাক ব্যবহার করলে ভালো ফল পাবেন।
আপনার মতামত লিখুন :