সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

রূপচর্চায় এই উপকরণগুলি ব্যাবহার করেন নাকি? তাহলে মেনে চলুন এই নিয়মগুলো

সৌভিক বেজ

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২, ০৬:২০ পিএম | আপডেট: আগস্ট ২৭, ২০২২, ১২:২০ এএম

রূপচর্চায় এই উপকরণগুলি ব্যাবহার করেন নাকি? তাহলে মেনে চলুন এই নিয়মগুলো
রূপচর্চায় এই উপকরণগুলি ব্যাবহার করেন নাকি? তাহলে মেনে চলুন এই নিয়মগুলো

রূপচর্চায় হলুদ, নিমপাতা, ঘৃতকুমারী বা অ্যালোভেরার মতো অনেক জিনিসই ব্যাবহার করা হয়। জানেন কি, সঠিকভাবে এসব জিনিসের ব্যবহার করতে না পারলে আপনার ত্বকের ক্ষতি হতে পারে। অনেকেই স্নানের আগে শরীরে হলুদের প্যাক ব্যবহার করে থাকেন। হলুদের কোনো প্যাক লাগিয়ে স্নানের পর যদি রোদে বের হন, তাহলে ত্বক বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

হলুদ মাখলেই ত্বক হয়ে উঠবে হলুদের মতো উজ্জ্বল, অনেকেই এমনটা মানেন ঠিকই। কিন্তু জানেন কি, হলুদ মেখে বাইরে বের হলেই ঘটবে কিন্তু উল্টোটা। হলুদের প্যাক লাগানোর পর রোদে বের হওয়া যাবে না একেবারেই। এতে কালো হয়ে যাবে ত্বক।

এ ছাড়া সরাসরি কাঁচা হলুদবাটা ত্বকে ব্যবহার না করাই ভালো। কাঁচা হলুদের রসটুকু বের করে ফুটিয়ে নিন। এবার সেটি শুষ্ক ত্বকের জন্য দুধের সর বা চিনাবাদামবাটা ও তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি মিশিয়ে ত্বকে ব্যাবহার করুন। এতে বেশি উপকার পাবেন।

অন্যদিকে অনেকে ত্বক উজ্জ্বল করতে সরাসরি অ্যালোভেরার জেল লাগিয়ে থাকেন। অ্যালোভেরায় একধরনের এনজাইম থাকে, যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। এ জন্য অ্যালোভেরা সরাসরি না লাগিয়ে ত্বকের ব্যাবহার করা যায় এমন উপকরণের সঙ্গে লাগাতে হবে।