চুলের নানা সমস্যা নিয়ে আমরা নাজেহাল। গরমকালে চুলের সমস্যা তো বেড়েই চলে। গালে অত্যধিক ঘামের কারণে আমাদের স্ক্যাল্প ঘামে ভিজে যায়। ফলে চুলের গোড়া আলগা হয়ে যায় এবং চুল পড়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে থাকে। তাই আপনার স্ক্যাল্প ঘামমুক্ত করুন। স্ক্যাল্প ঘামমুক্ত করতে কিছু নিয়ম মেনে চলতে হবে। চলুন তবে সেগুলি দেখে নেওয়া যাক-
১) স্ক্যাল্প ঘামমুক্ত করতে একদিন অন্তর শ্যাম্পু করুন। এতে স্ক্যাল্প এ ঘামের জন্য যে ময়লা বসে থাকে তা পরিষ্কার হয়ে যাবে। ফলে চুল পড়ার সমস্যা কমবে।
২) এছাড়া চুল ঘেমে গেলে বেঁধে রাখবেন না। চুল বেশি ঘেমে গেলে তা খুলে হওয়াতে শুকিয়ে নিন। ঘামে ভেজা চুল বেঁধে রাখলে চুল পড়ে যাওয়ার সমস্যা বৃদ্ধি পায়।
৩) অন্যদিকে স্ক্যাল্প ঘাম মুক্ত করতে হেয়ার মাক্স ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে একটি পাত্রে সামান্য পরিমাণ লেবুর রস ও ডাবের জল মিশিয়ে নিতে হবে। এবার সেই মিশ্রন ক্যাল্পে ব্যবহার করুন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এতে আপনার স্ক্যাল্প পরিষ্কার থাকবে।
৪) এগুলো ছাড়াও স্ক্যাল্প ফ্রেশ রাখতে শ্যাম্পু বা তেলের সঙ্গে পেপার্মিন্ট অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। উপকার পাবেন।
আপনার মতামত লিখুন :