শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

মালিশের জন্য এই গরমে কোন তেল আপনার সন্তানের জন্য উপকারী?

প্রিয়াঙ্কা রায়

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২, ০১:২৭ পিএম | আপডেট: এপ্রিল ৫, ২০২২, ০৭:২৭ পিএম

মালিশের জন্য এই গরমে কোন তেল আপনার সন্তানের জন্য উপকারী?
মালিশের জন্য এই গরমে কোন তেল আপনার সন্তানের জন্য উপকারী?

শিশুদের তেল মালিশ করলে তাদের হাত - সোজা হয়। এছাড়া তেল মালিশের আরও নানা গুণাগুণ রয়েছে। তবে এই গরমে আমরা বড়রা যেমন তেল মাখতে বেশি পছন্দ করি না, সেরকম শিশুদেরও একই সমস্যা হওয়ার কথা। তবে তাদের কে তো তেল মালিশ করতে হবে। তবে কি তেল মাখবেন? 

এই গরমের আপনার সন্তানের জন্য কোন তেল উপকারী এবং কোন তেল আপনার সন্তান কে আরাম দেবে টা জেনে নেওয়া যাক। বর্তমানে নানা ধরনের তেল রয়েছে বাজারে। তারমধ্যে কোনটি আপনার শিশুর জন্য উপকারী হবে এই গরমে টা বেছে নিতে হবে। তবে এই গরমে এই দুটি তেল ব্যবহার করতে পারেন আপনার সন্তানের জন্য। 

নারকেল তেল : গরমে ব্যবহার করার ক্ষেত্রে নারকেল তেল  সবচেয়ে ভাল । এই তেলটি যেমন হালকা, তেমনি ঠান্ডাও। গরমকালে শিশুর তেল মালিশের ক্ষেত্রে উপযুক্ত। আরেকটি হল  তিলের তেল: এই তেলও শিশুদের মালিশ করার ক্ষেত্রে খুব উপযোগী। হাড় শক্ত করতে সাহায্য করে এই তেল। এই তেলও খুব হালকা হয়ে থাকে।