শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

গরমে শরীর ঠান্ডা রাখতে খান স্বাস্থ্যগুণ সমৃদ্ধ তালশাঁস! কি কি গুন রয়েছে? জানুন

প্রিয়াঙ্কা রায়

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২, ০১:২২ পিএম | আপডেট: এপ্রিল ২০, ২০২২, ০৭:২২ পিএম

গরমে শরীর ঠান্ডা রাখতে খান স্বাস্থ্যগুণ সমৃদ্ধ তালশাঁস! কি কি গুন রয়েছে? জানুন
গরমে শরীর ঠান্ডা রাখতে খান স্বাস্থ্যগুণ সমৃদ্ধ তালশাঁস! কি কি গুন রয়েছে? জানুন

গরমকালে আমরা তালশাঁস খেয়ে থাকি অনেকেই। এই উপকারিতা রয়েছে অনেক। এমনকি চিকিৎসকরাও গরমে তালশাঁস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। চলুন তবে একনজরে দেখে নেওয়া যাক তালশাঁস এর গুনাগুনগুলি।

১) গরমে শরীরে জলের পরিমাণ বজায় রাখতে তালশাঁস খুব উপকারী। এটি শরীর কে হাইড্রেটেড করতে সাহায্য করে।

২) তালশাঁস এ রয়েছে মিনারেলস, পটাশিয়াম, আয়োডিন সহ ফসফরাস। যা শরীরে শক্তি যোগাতে এবং শরীরের তাপমাত্রা হ্রাস করে ফলে গরমে শরীর ঠান্ডা থাকে। 

৩) এমনকি গরমে চুলকানি কিংবা এলার্জির সমস্যা থেকে থাকলে তাও দূর করতে সাহায্য করে তালশাঁস। 

৪) এছাড়া যদি হজম না হওয়ার সমস্যা থেকে থাকে, তাও দূর করতে সাহায্য করে তালশাঁস। পেট গরম, পাকস্থলীর সমস্যা ইত্যাদি কমাতেও উপকারী তালশাঁস।