শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

আজকের স্পেশাল রেসিপি ফ্রায়েড চিকেন, কিভাবে বানাবেন? রইল সহজ পদ্ধতি

সৌভিক বেজ

প্রকাশিত: জুন ২২, ২০২২, ১১:২৪ এএম | আপডেট: জুন ২২, ২০২২, ০৫:২৪ পিএম

আজকের স্পেশাল রেসিপি ফ্রায়েড চিকেন, কিভাবে বানাবেন? রইল সহজ পদ্ধতি
আজকের স্পেশাল রেসিপি ফ্রায়েড চিকেন, কিভাবে বানাবেন? রইল সহজ পদ্ধতি

প্রয়োজনীয় উপকরণ: মাংস ১টা (১ কেজি ওজনের বা প্রয়োজন অনুযায়ী বেশি নিতে পারেন), আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, লালমরিচগুঁড়া স্বাদমতো, গোলমরিচগুঁড়া স্বাদমতো, সয়া সস ২ টেবিল চামচ, বেসন হাফ কাপ, কর্নফ্লাওয়ার হাফ কাপ, ডিম ১টা, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।

প্রস্তুত প্রণালি: প্রথমেই মাংসটা রেডি করে নিতে হবে। তার জন্য মুরগির চামড়া বাদ দিয়ে ৮ টুকরো করে কেটে নিতে হবে। মাংসের পিসগুলো ছুরি দিয়ে হালকা করে চিরে দিতে হবে। মসলা ঠিকমতো যেন ভেতরে ঢোকে তার জন্য। 

এবার আদা-রসুনবাটা, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ ও সয়া সস দিয়ে মুরগির টুকরোগুলো মেখে কমপক্ষে ১ ঘণ্টা রেখে দিন ম্যারিনেট হতে। এরপর একটা ডিমের সঙ্গে প্রয়োজনমতো বেসন আর কর্নফ্লাওয়ার গুলে নিন। মেখে রাখা মাংসের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে।

কড়াইতে তেল গরম করে একটা একটা করে মাখানো মাংসের পিসগুলো ছেড়ে দিন। মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত মাঝারি আঁচে উল্টেপাল্টে লালচে করে ভেজে নিন। এবার তুলে টিস্যুর ওপর রাখুন, তেল টেনে নেবে। এরপর গরম গরম পরিবেশন করুন।