শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

রূপচর্চায় ব্যাবহার করুন ডিমের খোসা, ত্বক থাকবে টানটান-ফিরবে জেল্লা

সৌভিক বেজ

প্রকাশিত: জুন ২৩, ২০২২, ০৪:৫৭ পিএম | আপডেট: জুন ২৩, ২০২২, ১০:৫৭ পিএম

রূপচর্চায় ব্যাবহার করুন ডিমের খোসা, ত্বক থাকবে টানটান-ফিরবে জেল্লা
রূপচর্চায় ব্যাবহার করুন ডিমের খোসা, ত্বক থাকবে টানটান-ফিরবে জেল্লা

ত্বক টানটান করা থেকে ত্বকের বলিরেখা দূর করা, ডিমের খোসার ফেস প্যাকেই আছে সকল সমাধান! কী করে বানাবেন এই ফেস প্যাক? জেনে নিন

যা যা উপকরণ লাগবে- একটি ডিমের খোসা, ডিমের সাদা অংশ, এক টেবিল চামচ, মধু এক টেবিল চামচ, দুধ, গোলাপ জল।

কিভাবে বানাবেন জেনে নিন- একটি ডিম ভেঙে নিয়ে খোসা আলাদা করে নিন। এবার ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করুন। এখন অন্য একটি পাত্রে ডিমের খোসাটিকে একেবারে মিহি করে টুকরো করে নিন। এরপর এর মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল দিতে হবে। এবার ডিমের সাদা অংশটি ভাল করে ফেটান, যতক্ষণ না পর্যন্ত ফেনা হচ্ছে। 

তারপর ডিমের সাদা অংশের মধ্যে ডিমের খোসার মিশ্রণটি ঢেলে দিন। দিয়ে এর মধ্যে মধু এবং দুধ দিয়ে ভালভাবে মেশান। মিশ্রণটি একটু গাঢ় করুন। খুব টলটলে হলে মুখে বসবে না। পেস্টটি পাতলা হয়ে গেলে তাতে এক চামচ বেসন মিশিয়ে নিতে পারেন। প্যাকটি লাগানোর আগে এক ঘণ্টা ফ্রিজে রাখতে পারেন। ঠান্ডা মাস্ক লাগালে আরও বেশি কার্যকরী হবে, আরামদায়ক হবে।