বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

বানিয়ে ফেলুন মুখরোচক গ্রিল চিকেন, কিভাবে বানাবেন? রইল সহজ রেসিপি

সৌভিক বেজ

প্রকাশিত: জুলাই ২১, ২০২২, ০৯:১৯ পিএম | আপডেট: জুলাই ২২, ২০২২, ০৩:১৯ এএম

বানিয়ে ফেলুন মুখরোচক গ্রিল চিকেন, কিভাবে বানাবেন? রইল সহজ রেসিপি
বানিয়ে ফেলুন মুখরোচক গ্রিল চিকেন, কিভাবে বানাবেন? রইল সহজ রেসিপি

প্রয়োজনীয় উপকরণ: মুরগির থাই ও লেগ পিস ১ কেজি, টক দই আধা কাপ, ময়দা ৩ টেবিল চামচ, তন্দুরি মসলা আধা প্যাকেট, টালা জিরাগুঁড়া ১ চা–চামচ, আদা–রসুনবাটা ২ চা–চামচ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ২ টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া ১ চা–চামচ, সাদা শর্ষেবাটা ১ টেবিল চামচ, খাওয়ার রং ২ চিমটি, লবণ ২ চা–চামচ (অথবা স্বাদমতো), শর্ষের তেল আধা কাপ ও চিলি সস ৪ টেবিল চামচ নিয়ে নেবেন।

প্রস্তুত প্রনালী: প্রথমে মুরগির টুকরাগুলো ধুয়ে ছুরি দিয়ে চিরে নিন। এখন টক দইয়ের সঙ্গে সব গুঁড়া ও বাটা উপকরণ মিশিয়ে পেস্ট বানান। চিলি সস ও তেল বাদে বাকি উপকরণ দিয়ে এই পেস্ট বানাতে হবে। মুরগির সঙ্গে এই পেস্ট মিশিয়ে ম্যারিনেট করে রাখুন ২-৩ ঘণ্টা।

ম্যারিনেট হয়ে গেলে শর্ষের তেল গরম করে তাতে চিকেনগুলো দুই দিক ২-৩ মিনিট ভেজে তুলে নিন। বেকিং ট্রেতে ৪ টেবিল চামচ শর্ষের তেল ও ৪ টেবিল চামচ চিলি সস দিয়ে মেশানো পেস্টে ভেজে রাখা মুরগি মাখিয়ে নিন। ম্যারিনেশনের বেঁচে থাকা মসলা মুরগির পিসগুলোর গায়ে মাখিয়ে তারপর আঁচের উপর একটি জালি পেতে তার উপর উল্টে পাল্টে সেঁকে নিন কুড়ি মিনিট ধরে।