বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

ছুটির দিনে বানিয়ে ফেলুন মুরগির এই স্পেশাল রেসিপি, কিভাবে বানাবেন? রইল সহজ পদ্ধতি

সৌভিক বেজ

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২, ১২:৪২ পিএম | আপডেট: ডিসেম্বর ২৫, ২০২২, ০৬:৪২ পিএম

ছুটির দিনে বানিয়ে ফেলুন মুরগির এই স্পেশাল রেসিপি, কিভাবে বানাবেন? রইল সহজ পদ্ধতি
ছুটির দিনে বানিয়ে ফেলুন মুরগির এই স্পেশাল রেসিপি, কিভাবে বানাবেন? রইল সহজ পদ্ধতি

প্রয়োজনীয় উপকরণ: মুরগি ১ কেজি, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, গোটা গরমমসলা কয়েকটা (এলাচি, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ)। টক দই ৩ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, পাউরুটি ২ টুকরা, জল দেড় কাপ, কাঁচা মরিচ ৫-৬টি, গরমমসলা গুঁড়া আধা চা-চামচ, তেল পরিমাণ মতো নিয়ে নিন।

প্রস্তুত প্রণালি: প্রথমে মুরগির মাংসের টুকরার সঙ্গে টক দই ও লবণ মেখে রাখুন। এবার পাউরুটির চারপাশের বাদামি অংশ ফেলে টুকরা করে ব্লেন্ডারে গুঁড়া করে নেবেন। তেলে পেঁয়াজকুচি ও গরমমসলা ভাজুন। পেঁয়াজ বাদামি হয়ে এলে সব বাটা মসলা দিয়ে কষান। এবার ম্যারিনেট করা মুরগির মাংস ঢেলে দিন।

মাংস কয়েক মিনিট নেড়ে ঢেকে দিন। ১০ মিনিট পর পাউরুটির গুঁড়া ও পরিমাণমতো জল দিয়ে মাংস সেদ্ধ করুন। স্বাদ বাড়াতে ১ চা-চামচ ঘি দিতে পারেন। মাংস সেদ্ধ হয়ে গেলে কাঁচা মরিচ ও গরমমসলাগুঁড়া দিয়ে ওভেন বন্ধ করে দিন। এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন।