শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

বানিয়ে ফেলুন মচমচে বেগুনি ভাজা, কিভাবে বানাবেন? রইল সহজ রেসিপি

সৌভিক বেজ

প্রকাশিত: জুলাই ২, ২০২২, ০৯:৪১ পিএম | আপডেট: জুলাই ৩, ২০২২, ০৩:৪১ এএম

বানিয়ে ফেলুন মচমচে বেগুনি ভাজা, কিভাবে বানাবেন? রইল সহজ রেসিপি
বানিয়ে ফেলুন মচমচে বেগুনি ভাজা, কিভাবে বানাবেন? রইল সহজ রেসিপি

প্রয়োজনীয় উপকরণ: বেগুন ১টি, চালের গুঁড়া আধা কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণ মতো, তেল প্রয়োজন মতো

প্রস্তুত প্রনালী: প্রথমে বেগুন গোল কিংবা লম্বা করে কেটে নিন পছন্দের আকারে। এবার কিছুক্ষণ লবণ জলে ভিজিয়ে রাখুন। এতে বেগুন ভাজার পরে কালো হয়ে যাবে না এবং এর ভেতরেও লবণ ঢুকবে। এবার বেগুনের টুকরাগুলো থেকে ভালোভাবে জল ঝরিয়ে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে বেগুনের টুকরার এপিঠ ওপিঠে মাখিয়ে নিন।

প্যানে তেল দিয়ে ভালোভাবে গরম করুন। এরপর ঢেকে অল্প আঁচে এপিঠ ওপিঠ উল্টে ভেজে নিন। লালচে বা আপনার পছন্দের রং এলে নামিয়ে নিন কিচেন টিস্যুর উপর। ভালোভাবে তেল ঝরিয়ে পরিবেশন পাত্রে সাজিয়ে নিন। ব্যাস, হলে গেল মচমচে বেগুন ভাজা।