শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

টেট নিয়ে আজ জোড়া মামলার শুনানির সম্ভাবনা! ঠিক হতে পারে ৩,৯২৯টি শূন্য পদের ভবিষ্যৎ

মৌসুমী

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ১০:৩০ এএম | আপডেট: নভেম্বর ১০, ২০২২, ০৪:৩০ পিএম

টেট নিয়ে আজ জোড়া মামলার শুনানির সম্ভাবনা! ঠিক হতে পারে ৩,৯২৯টি শূন্য পদের ভবিষ্যৎ
টেট নিয়ে আজ জোড়া মামলার শুনানির সম্ভাবনা! ঠিক হতে পারে ৩,৯২৯টি শূন্য পদের ভবিষ্যৎ

টেট নিয়ে আজ জোড়া মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। প্রাথমিকে যে ৩৯২৯ টি শূন্য পদ রয়েছে সেই শূন্য পদের ভবিষ্যৎ কি এবং শহরজুড়ে চাকরিপ্রার্থীদের যে আন্দোলন চলছে সেই বিষয়টিরও বা কি হবে তাই নিয়েই এদিন জোড়া মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০১২ ও ২০১৪ সালের টেট চাকরিপ্রার্থীরা মেয়র ওদের গান্ধী মূর্তি পাদদেশে আন্দোলন করছেন। তাদের বক্তব্য তাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছে পুলিশ। নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা বুধবার রাজশেখর মান্থার এজলাসে এই মামলা দায়ের করা হয়েছে। আজ এই মামলার সম্ভবত শুনানি হওয়ার কথা রয়েছে।

টেট উত্তীর্ণদের দাবি, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে তাদের আন্দোলন করার অধিকার দেওয়া হোক। পুলিশ যাতে তাদের আন্দোলনে বাধা না দেয় সে বিষয়ে নিশ্চিত করুক কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, পুজোর আগে পাঁচ দিনের জন্য ধরনায় বসার অনুমতি পেয়েছিলেন চাকরিপ্রার্থীরা। এবার ফের একবার আন্দোলনের অনুমতির জন্য আদালতের দ্বারস্থ হলেন তারা।

অন্যদিকে, ২০১৪ সালের টেট পরীক্ষার উত্তীর্ণদের মধ্যে ১৬,৫০০ পদে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগের কথা জানালেও সমস্ত পদ পূরণ করা হয়নি। তখন সাড়ে বারো হাজার মত পদে নিয়োগ করা সম্ভব হয়েছিল। এখনো ৩৯২৯টি পদ শূন্য পড়ে রয়েছে। এরপর এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই শুন্য পদ পুরনের জন্য নির্দেশ দিয়েছিলেন।

 এদিকে সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্যানেলের মেয়াদ শেষ হলে নতুন করে নিয়োগ করতে হবে তবে অযোগ্য প্রার্থীদের কোনোভাবেই নিয়োগ করা যাবে না। যারা আগে প্যানেলে অংশ নিয়েছেন উত্তীর্ণ হননি এমন কাউকে নেওয়া যাবে না। এদিকে ২০১৪ সালে টেট পাস করেছেন কিন্তু প্যানেলযুক্ত হননি তারা এক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু সরাসরি চাকরি পাবেন না বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। সেই কারণেই এই ৩৯২৯টি শূন্য পদে কাদের নিয়োগ করা হবে সেই নিয়েও এদিন শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টে।