শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা! কয়েক দফায় বাতিল লোকাল ট্রেন, কবে কবে? রইল তালিকা

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুলাই ১৫, ২০২২, ১০:৫৪ পিএম | আপডেট: জুলাই ১৬, ২০২২, ০৪:৫৪ এএম

ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা! কয়েক দফায় বাতিল লোকাল ট্রেন, কবে কবে? রইল তালিকা
ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা! কয়েক দফায় বাতিল লোকাল ট্রেন, কবে কবে? রইল তালিকা / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আবার একবার যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। জোকা-এসপ্ল্যানেডের মধ্যে মেট্রোর কাজের জন্য বেশ কিছুদিন আংশিক সময়ের জন্য বন্ধ থাকবে শিয়ালদহ এবং বজবজের মধ্যে রেল পরিষেবা। 

জোকা-এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো রেল প্রকল্পের ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের কাজের চলবে রাত সাড়ে ১১ টা থেকে ভোর সাড়ে ৩ টে পর্যন্ত। জানা গিয়েছে, জুলাই মাসের ২১-২২ এবং ২২-২৩ তারিখ এই কাজ চলবে। এরপর ফের আগস্ট মাসের ১৭-১৮, ১৮-১৯ এবং ১৯-২০ তারিখেও ফের মেট্রোর কাজ হবে। আর সেই জন্যই চার ঘণ্টার জন্য শিয়ালদহ এবং বজবজের মধ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। এমনটাই জানানো হয়েছে।

জানা গিয়েছে, জোকা-এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো রেল প্রকল্পের কাজের জন্য জুলাইয়ের ২১ ও ২২ তারিখ এবং ১৬ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত আংশিকভাবে ব্যাহত হবে শিয়ালদহ ও বজবজের মধ্যে লোকাল ট্রেন পরিষেবা। এর ফলে ৩৪১৬৬ এবং ৩৪১৬৫ এই লোকাল ট্রেন দুটি ওই দিনগুলিতে বন্ধ থাকবে। উল্লেখ্য, ৩৪১৬৬ শিয়ালদহ-বজবজ লোকাল ট্রেনটি অন্যান্য দিনে রাত ১১ তাঁর সময় শিয়ালদহ থেকে ছেড়ে রাত ১১ টা ৪৮ মিনিটে বজবজে পৌঁছায়। আর ওপর ট্রেন ৩৪১৬৫ বজবজ-শিয়ালদহ ট্রেনটি রাত ১১ ৫৬ মিনিটে বজবজ স্টেশন থেকে ছেড়ে শিয়ালদহ পৌঁছায় রাত ১২ টা ৪৮ মিনিটে। 

জোকা-এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো রেল প্রকল্পের কাজের জন্য জুলাই ও আগস্ট মাসের ওই ক’দিন বন্ধ থাকবে এই দুটি ট্রেন। কাজেই ওই সময়ে যারা এই ট্রেন দুটিতে যাতায়াত করেন, তাঁরা ওই দিনগুলিতে সমস্যায় পড়বেন। রেলের পক্ষ থেকে যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চাওয়া হয়েছে।