রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

প্রযুক্তিতেই প্রতারণা! মোবাইল গেমের মাধ্যমেই কোটি কোটি টাকা হাতানো হত, কীভাবে চলত চক্র?

মৌসুমী

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২, ০৭:৩৫ পিএম | আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২২, ০১:৩৫ এএম

প্রযুক্তিতেই প্রতারণা! মোবাইল গেমের মাধ্যমেই কোটি কোটি টাকা হাতানো হত, কীভাবে চলত চক্র?
প্রযুক্তিতেই প্রতারণা! মোবাইল গেমের মাধ্যমেই কোটি কোটি টাকা হাতানো হত, কীভাবে চলত চক্র?

প্রযুক্তি যেমন উন্নতি ঘটাচ্ছে কেমন প্রযুক্তিতে ভর করেই প্রতারণা চলছে দেদার। এবার মোবাইল গেম এর মাধ্যমে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল। আর অভিযুক্ত কলকাতার গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খান। এক্ষেত্রেও রহস্য ফাঁস করেছে সেই ইডি।

কিভাবে প্রতারণা করা হতো এই অ্যাপের মাধ্যমে? এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে খবর, ‍‍`ই নাগেটস‍‍` নামে একটি গেমিং অ্যাপ বানিয়ে ছিল আমির খান। সে প্রলোভন দেখা তো ইউজাররা এই গেম জিতলেই মোটা টাকা তাদের একাউন্টে জমা হবে। এরপর কোনরকম বাধ্যবাধকতা ছাড়াই তারা সেই টাকা তুলে নিতে পারবে। সব থেকে বেশি প্রলোভনের বিষয়টি ছিল কম টাকা বিনিয়োগ করে পাওয়া যাবে মোটা টাকা। আর এই প্রলোভনে পা দিয়েই ফাঁসতেন ইউজাররা।

এরপরই লাভের আশায় অতিরিক্ত টাকা বিনিয়োগ করতে শুরু করেন ইউজাররা। আর এরপরেই সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণা করতে শুরু করে অভিযুক্ত আমির খান। তীক্ষ্ণ বুদ্ধি কাটিয়ে যারা পরের দিকে মোটা টাকা বিনিয়োগ করতো তাদের ওয়ালেট থেকে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করে দিত অভিযুক্ত। একইসঙ্গে সেই ইউজারের যাবতীয় তথ্য ডিলিট করে দেওয়া হতো অ্যাপ থেকে। এভাবেই দীর্ঘদিন ধরে চলছিল প্রতারণা।

এরপর এই গেমি ম্যাপের বিরুদ্ধে গত বছর ফেব্রুয়ারি মাসে অভিযোগ দায়ের হয় কলকাতা পুলিশের কাছে। সে মতই তদন্তে নামে ইডি। এরপর এই খোঁজ মেলে কুবেরের ধনের। গার্ডেন ব্রিজে ব্যবসায়ী নিসার খানের বাড়ির খাটের নিচ থেকে উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত ১২ কোটি টাকা। আনা হয়েছে আটটি মেশিন। এখনো চলছে। টাকা গোনার কাজ।