নিম্নচাপের পূর্বাভাসের কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতোই রবিবার রাত থেকে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আর এই বৃষ্টির জেরে এবার সপ্তাহের প্রথম দিনেই ওভার হেডের তার ছিড়ে বিপত্তি বাধলো শিয়ালদা নামখানা ডাউন লাইনে। যার জেরে বন্ধ হয়ে গিয়েছে ওই লাইনের ট্রেন চলাচল।
বৃষ্টির দিনে সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তিতে নিত্যযাত্রীরা। এদিন সকালবেলায় শিয়ালদা নামখানা ডাউন লাইনে ওভারহেডের তার ছেড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যার যেটা থমকে যায় ওই লাইনের ট্রেন চলাচল। অফিস টাইমে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। যদিও রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
রেল সূত্রের খবর, এদিন সকাল দশটা নাগাদ প্রবল বৃষ্টির জেরে লক্ষীকান্তপুরের কাছে ওভার হেডের বিদ্যুতের তার ছিড়ে যায়। এরপরে শিয়ালদা নামখানা ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেন গুলি। প্রায় দু`ঘণ্টা অতিক্রম হলেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
এদিকে এর জেরে তীব্র অসন্তোষ দেখা যায় নিত্যযাত্রীদের মধ্যে। অফিস টাইমে এই হ্যালো ঘটনায় স্বাভাবিকভাবে ক্ষুব্ধ যাত্রীরা। তবে রেলের তরফে আশ্বাস দিয়ে জানানো হয়েছে দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা চালানো হচ্ছে।
আপনার মতামত লিখুন :