শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

Metro Rail Update: ফের বাড়ছে মেট্রোর সময়সীমা! কখন পাবেন শেষ মেট্রো?

মৌসুমী বসাক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ১০:২৭ এএম | আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২২, ১০:৫৭ এএম

Metro Rail Update: ফের বাড়ছে মেট্রোর সময়সীমা! কখন পাবেন শেষ মেট্রো?
ফের বাড়ছে মেট্রোর সময়সীমা! কখন পাবেন শেষ মেট্রো?

ফের বাড়ছে মেট্রোর সময়সীমা।একই সঙ্গে বাড়ছে মেট্রোর সংখ্যাও। করোনার প্রকোপ খানিকটা কমতেই বিধিনিষেধ অনেকটা শিথিল হয়েছে। আর তারপরেই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে কলকাতার লাইফ লাইন। আজ থেকেই বাড়তি মেট্রো চলার কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

 

মেট্রো তরফে জানানো হয়েছে, দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে শেষ মেট্রো রাত ৯টার পরিবর্তে মিলবে রাত সাড়ে ৯টায়। সোমবার থেকে শনিবার এই ছয়দিন সকাল ৭টায় আগের মতই প্রথম ট্রেন ছাড়বে।দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ ট্রেন ছাড়ে রাত ৮টা ৪৮ মিনিটে। এটা বেড়ে রাত ৯টা ১৮ মিনিট করা হয়েছে।

 

অন্যদিকে, বেড়েছে মেট্রোর সংখ্যাও। সোম থেকে শুক্রবার ২৭০টির বদলে চলবে ২৭৬টি। শনিবার ২২৪টির পরিবর্তে ২৩০টি মেট্রো চলবে। রবিবার ১১৪টির বদলে আপ ও ডাউন মিলিয়ে চলবে ১২০টি মেট্রো। এদিকে আজ থেকেই মেট্রোয় শুরু হচ্ছে টোকেন পরিষেবাও।তবে, ইস্ট–ওয়েস্ট মেট্রোর সময়সূচিতে কোনও বদল হচ্ছে না।