বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ খুশির ঈদ পালিত হচ্ছে দেশজুড়ে। বাংলাও এর ব্যতিক্রম নয়। এদিকে, আজ সকাল থেকে বৃষ্টির কারণে কিছুটা হলেও, ঈদের খুশি ফিকে হয়েছে। তাও বৃষ্টি মাথায় করেই শয়ে শয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদের নামাজ পড়তে যান রেড রোডে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে গিয়েছিলেন। সকলকে ঈদের শুভেচ্ছা জানান।
এদিন ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বার্তা, সকলে মিলেমিশে থাকুন। এই মুহূর্তে দেশের পরিস্থিতি ঠিক নেই। দেশে বিভাজনের রাজনীতি চলছে। হিংসার রাজনীতি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, তৃণমূল সরকার এসব মুখ বুজে সহ্য করবে না। হিন্দু-মুসলিম-শিখ একসঙ্গে মিলেমিশে থাকবে। সঙ্গে আরও বললেন, মিথ্যে ‘অচ্ছে দিন’ আর নয়। তৃণমূল সরকারই আনবে সত্যিকারের ‘অচ্ছে দিন’।
এদিন মঞ্চ থেকে আগাগোড়া কেন্দ্রকে নিশানা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, ‘দেশের অবস্থা ঠিক নয়। ধর্মের নামে হিংসা ছড়ানোর চেষ্টা চলছে সর্বত্র। বিভাজনের রাজনীতি করা হচ্ছে। কিন্তু বাংলা এভাবে ভাবে না। এখানে একসঙ্গে মিশেমিশে থাকতে জানে সবার। তৃণমূল সরকার থাকতে এই বিভাজনের রাজনীতি কোনওভাবেই মেনে নেওয়া হবে না।’
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি চাই সকলে ভাল থাকুন। দেখুন আকাশ হাসছে। সকলের অচ্ছে দিন আসবে। তবে ঝুটা আচ্ছে দিন আর নয়। আমি চাই অচ্ছে দিন সচ্চে দিনকে সাথ আয়ে। অচ্ছে দিন সবকা সাথ মিলকে আয়ে। সকলকে একসঙ্গে থাকতে হবে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘এই খুশির দিনে সকলকে ঈদ মোবারক বলতে চাই। দু’বছর পর কোভিড কাঁটা কাটিয়ে রেড রোডে ঐতিহাসিক নমাজের মুহূর্ত দেখা যাচ্ছে। এখানে জোট মানুষ নমাজ পড়তে আসেন, সেটা আর কোথাও হয় না। এ এক শান্তি, সম্প্রতির বার্তা দেয়। আপনারা এক মাস রজা রেখেছেন। নিজেদের সমর্পণ করেছেন। আল্লা আপনাদের দোয়া গ্রহণ করুণ। আপনাদের ভাল রাখুন, শান্তি দিন এই কামনা করি।’
কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘দেশকে যারা টুকরো করতে চায়, হিংসা ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করে তাদের ক্ষমতাচ্যুত করব। তার জন্য আপনাদের প্রার্থনা কাম্য।’
পবিত্র ঈদের সকালে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘যতদিন বেঁচে থাকব, আমার জীবন মানুষের জন্য, মানবিকতার জন্য, ন্যায়ের জন্য লড়ে যাবে। সে যে ধর্মই হোক না কেন, আমি মাথা ঝোকাতে রাজি নই। আমাদের বাংলা শান্তির পথ দেখাবে, সংহতির পথ দেখাবে। তবে, দেশে যা চলছে তা ঠিক নয়।’
একমাস রমজান পালনের পর এদিন বৃষ্টিস্নাত রেড রোডেই ঈদের নমাজ পড়েন মুসলিম সম্প্রদায়ের মানুষ। এদিন নমাজ পাঠের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম-সহ অন্যান্যরা।
আপনার মতামত লিখুন :