শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ব্যক্তিগত সম্পর্ক দারুন, কিন্তু উনি রাজনীতিতে বিশ্বাসঘাতক! মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ কুণালের

মৌসুমী

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৮:৪৮ পিএম | আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২২, ০২:৪৮ এএম

ব্যক্তিগত সম্পর্ক দারুন, কিন্তু উনি রাজনীতিতে বিশ্বাসঘাতক! মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ কুণালের
ব্যক্তিগত সম্পর্ক দারুন, কিন্তু উনি রাজনীতিতে বিশ্বাসঘাতক! মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ কুণালের

মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন বলেই রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তিনি। শনিবার এমনটাই জানিয়েছেন মিঠুন চক্রবর্তী। এবার তার এই মন্তব্য বেরিয়ে পাল্টা জবাব দিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। একই সঙ্গে মিঠুন চক্রবর্তীকে বিশ্বাসঘাতক বলেও অভিযোগ করলেন কুনাল বাবু।

তিন দিনের কলকাতা সফরে এসেছেন মিঠুন চক্রবর্তী। কলকাতা এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আগেও একবার সাংসদ হওয়ার জন্য অনুরোধ করেছিলেন তখন আমি না বলেছিলাম তাই দ্বিতীয়বার উনি যাতে দুঃখ না পান তাই আর না বলতে চাইনি"। প্রসঙ্গত ২০১৪ সালের তৃণমূলের টিকিটের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এরপর 2016 তে ইস্তফা দেন তিনি।

এদিন এই প্রসঙ্গেই কুনাল ঘোষ বলেন, "বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভার সাংসদ হওয়ার প্রস্তাব দিলে তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন। জানিয়েছিলেন তিনি বামপন্থী তাই এ প্রস্তাব গ্রহণ করতে পারবেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসতেই মিঠুন চক্রবর্তী সেই প্রস্তাব মেনে নেন"।

এরপরেই মিঠুন চক্রবর্তীকে আক্রমণ করে কুনাল ঘোষ বলেন,"উনি রাজনীতিতে বিশ্বাসঘাতক। ২০০৫ সালে মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভায় যখন মুখ্যমন্ত্রী যেতে বলেছিলেন তখন তিনি নিজেকে বামপন্থী দাবি করে যাননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতেই মহাকরণে গেলেন আমার সঙ্গে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্য সভায়ও গেলেন। এটা সুবিধাবাদী মানসিকতার পরিচয়।"