শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

দলে অন্তর্দ্বন্দের মধ্যে বঙ্গ সফরে জে পি নাড্ডা! দেখে নিন, বিজেপির সর্বভারতীয় সভাপতির সফরসূচি

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ৬, ২০২২, ০৫:৩৭ পিএম | আপডেট: জুন ৬, ২০২২, ১১:৪১ পিএম

দলে অন্তর্দ্বন্দের মধ্যে বঙ্গ সফরে জে পি নাড্ডা! দেখে নিন, বিজেপির সর্বভারতীয় সভাপতির সফরসূচি
দলে অন্তর্দ্বন্দের মধ্যে বঙ্গ সফরে জে পি নাড্ডা! দেখে নিন, বিজেপির সর্বভারতীয় সভাপতির সফরসূচি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রাজ্য বিজেপিতে ক্রমশ বেড়েই চলেছে দ্বন্দ। সেই দ্বন্দ্বের আবহেই এবার দু’দিনের বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সহ- সভাপতি জে পি নাড্ডা। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি বিশেষ বিশেষ জায়গাও ঘুরে দেখবেন।

রাজ্য বিজেপিতে ভাঙন অব্যাহত। বিশেষত, ২০২১ সালের পর থেকে রাজ্য বিজেপির বেহাল অবস্থা। দলের অভ্যন্তরে কোন্দল যেন কিছুতেই থামতে চাইছে না। সেই সঙ্গে একের পর এক নেতা থেকে দলীয় কর্মী দল ছাড়ছেন। সম্প্রতি দলীয় নেতৃত্বের একাংশের প্রতি ক্ষোভ উগরে দিয়ে পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন অর্জুন সিং। আবার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার দলীয় নেতাদের বিরুদ্ধে চড়বৃত্তির অভিযোগ তুলেছেন। আবার সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে মুখ না খোলার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। দলের এই অস্থির পরিস্থিতিতে জে পি নাড্ডার এই সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

এবার জেনে নেওয়া যাক, দু’দিনের রাজ্য সফরে কী কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির? বিজেপি সূত্রে খবর, এবার সফরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে নাড্ডার। জানা গিয়েছে, ৭ জুন সন্ধের সময় কলকাতায় আসবেন জে পি নাড্ডা। এরপর ৮ এবং ৯ জুন রাজ্যে থাকবেন। ৮ জুন সকালে বঙ্কিমচন্দ্র ও রাসবিহারী বসুর বাড়িতে যাবেন জে পি নাড্ডা। ১১ টা ১৫ মিনিট নাগাদ বন্দে মাতরম ভবন পরিদর্শন সেরে সেখান থেকেই চন্দননগরের রাসবিহারী বোস রিসার্চ ইন্সটিটিউটে যাবেন তিনি। এরপর ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির বৈঠক রয়েছে। এই বৈঠকে বিজেপির রাজ্যকমিটির সকল সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

এরপর ৯ জুন সকালে বেলুর মঠে যাবেন। পরে রাজ্যে দলের সাংসদ, বিধায়ক এবং দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। জানা গিয়েছে, বিজেপির ৪২ টি সাংগঠনিক জেলার সমস্ত মন্ডল সভাপতিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সায়েন্স সিটিতে দুপুর ২ টোয় সভায় বক্তব্য রাখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিকেল চারটে নাগাদ কলা মন্দিরে সম্মেলনে যোগ দেবেন জে পি নাড্ডা।

এরপর ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এদিকে, সোমবারই দিল্লি থেকে নাড্ডার দুই দিনের চুড়ান্ত সফর সূচি রাজ্য নেতৃত্বকে জানান হয়েছে। সূত্রের খবর, ২০২৪-এর লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপিকে ফের চাঙ্গা করতে এবং শক্তিশালী করতে চাইছে শীর্ষ নেতৃত্ব। তবে, তার আগে রয়েছে রাজ্যে পঞ্চায়েত ভোট। সেই ভোটের আগে এই সফরে নাড্ডা কী বার্তা দেন দলীয় কর্মীদের, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।