রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

KIFF যেন রয়্যাল বেঙ্গল টাইগার! রাজ্যপালের গলায় ঝড়ে পড়ল রাজ্যের প্রশংসা

মৌসুমী

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৬:৫৩ পিএম | আপডেট: ডিসেম্বর ১৬, ২০২২, ১২:৫৩ এএম

KIFF যেন রয়্যাল বেঙ্গল টাইগার! রাজ্যপালের গলায় ঝড়ে পড়ল রাজ্যের প্রশংসা
KIFF যেন রয়্যাল বেঙ্গল টাইগার! রাজ্যপালের গলায় ঝড়ে পড়ল রাজ্যের প্রশংসা

বৃহস্পতিবার থেকে শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিনের অনুষ্ঠানের প্রথম বক্তা ছিলেন তিনি। তার গলাতেই এদিন উঠে এলো রাজ্যের ফিল্মি ইতিহাসের কথা। একই সঙ্গে প্রশংসা করলেন এই চলচ্চিত্র উৎসবের।

এদিনের উৎসব থেকে রাজ্যপাল বলেন, "রয়াল বেঙ্গল টাইগার হচ্ছে এই ফেস্টিভ্যাল। এই ফিল্ম ফেস্টিভ্যাল তারকাদের জন্য নয়, কমন ম্যানদের জন্য। কমন ম্যানদের জন্য এঁরা সকলে স্টার। স্টাররা আসবে, যাবে, কিন্তু সাধারণ মানুষ থাকবে।’’

শুধু ফিল্ম নয় রাজ্যপালের গলায় শোনা যায় মুখ্যমন্ত্রীর প্রশংসাও। মুখ্যমন্ত্রীকে এদিন তিনি কাব্যিক ও শৈল্পিক বলে বর্ণনা করেন অন্যান্য চলচ্চিত্র উৎসবের কথা উল্লেখ করে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে সেরার তকমা দেন। তুলনা করেন রয়েল বেঙ্গল টাইগার এর সঙ্গে। শেষে শাহরুখ খানের ছবির সংলাপও বলেন, "ডোন্ট আন্ডার এস্টিমেট দ্যা পাওয়ার অফ কমন ম্যান৷’’

বিগত দু বছর কোভিডের কারণে মহাসাড়ম্বরে আয়োজন করা যায়নি চলচ্চিত্র উৎসবের। তবে এই বছর সেই রকম কোন বাধা নেই। যার কারণে বিগত দুটি বছরের না পাওয়া স্বাদ চলতি বছরে পূরণ করার চেষ্টা চলছে। এই চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসেবে এসেছেন  বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। এছাড়াও এদিনের চলচ্চিত্র উৎসব উদ্বোধনে উপস্থিত ছিলেন সিনেমা জগতের একাধিক গণ্যমান্য ব্যক্তিত্বরা।