শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

রাজভবনে সচিবদের সঙ্গে বৈঠক রাজ্যপাল জগদীপ ধনখড়ের, অর্থবিলে সম্মতি রাজ্যপালের

আত্রেয়ী সেন

প্রকাশিত: মার্চ ৩০, ২০২২, ১০:৪৯ পিএম | আপডেট: মার্চ ৩১, ২০২২, ০৪:৪৯ এএম

রাজভবনে সচিবদের সঙ্গে বৈঠক রাজ্যপাল জগদীপ ধনখড়ের, অর্থবিলে সম্মতি রাজ্যপালের
রাজভবনে সচিবদের সঙ্গে বৈঠক রাজ্যপাল জগদীপ ধনখড়ের, অর্থবিলে সম্মতি রাজ্যপালের

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের দুই সচিব মুখ্যসচিব এবং অর্থসচিবকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন বিকেল প্রায় ৪ টে নাগাদ রাজভবনে ঢোকেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সঙ্গে ছিলেন অর্থসচিব মনোজ পন্ত। এদিন রাজভবনে দুই সচিবের সঙ্গে প্রায় সাড়ে তিন ঘণ্টা বৈঠক হয় তাঁদের। সূত্রের খবর, বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যপাল। এরপরই বকেয়া অর্থবিলে স্বাক্ষর করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল নিজেই সেকথা টুইট করে জানিয়েছেন। 

এতদিন অর্থবিল রাজভবনে আটকে ছিল। সরকারের বিরুদ্ধে আবার সাংবিধানিক রীতিনীতি না মানারও অভিযোগ তুলেছিলেন রাজ্যপাল। এর আগে গরতকালই মঙ্গলবার রামপুরহাট কাণ্ড-সহ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল।  

রাজ্যপাল জগদীপ ধনখড় যে টুইট করেছেন, তার একটিতে তিনি জানিয়েছেন, তিনটি বিলে সম্মতি দেওয়া হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী যে বাকি তথ্য এক সপ্তাহের মধ্যে দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন, টুইটে সেকথাও জানিয়েছেন রাজ্যপাল। উল্লেখ্য, রাজ্যপাল যে তিনটি বিলে সম্মতি জানিয়েছেন, সেই বিলের অনেক তথ্যই তিনি পাননি। সেগুলি তাঁকে শীঘ্রই দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।