শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

মুখ্যমন্ত্রীর সম্পর্কে আশালীন মন্তব্যের জের! দিলীপ ঘোষের বিরুদ্ধে ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুলাই ৭, ২০২২, ১০:৫৮ এএম | আপডেট: জুলাই ৭, ২০২২, ০৪:৫৮ পিএম

মুখ্যমন্ত্রীর সম্পর্কে আশালীন মন্তব্যের জের! দিলীপ ঘোষের বিরুদ্ধে ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের
মুখ্যমন্ত্রীর সম্পর্কে আশালীন মন্তব্যের জের! দিলীপ ঘোষের বিরুদ্ধে ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আশালীন মন্তব্যের জের। এবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হল। ইকোপার্ক থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা কুন্তল ঘোষ। 

এদিকে, গতকালই দিলীপ ঘোষের সেই মন্তব্যের ভিডিও পোস্ট করে তীব্র প্রতিবাদ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কী বলেছিলেন দিলীপ ঘোষ? বুধবার একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ‍‍`বাংলার মেয়ে‍‍` স্লোগান নিয়ে কটাক্ষ করতে গিয়ে মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘বাংলায় বলেন বাংলার মেয়ে। গোয়ায় গিয়ে বলেন গোয়ার মেয়ে। বাবা-মায়ের ঠিকানা নেই না কি! যেখানে যা ইচ্ছা বলে দেবেন এটা হয় না কি?’ 

তাঁর এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড় ওঠে রাজনৈতিক মহলে। একাধিক তৃণমূলের নেতা এবং মন্ত্রী গতকালই দিলীপ ঘোষের উক্ত মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। 

অন্যদিকে, মেদিনীপুরের সাংসদের উক্ত মন্তব্যের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করার প্রতিবাদ করেছিলেন আর সেই ভিডিও টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের মন্তব্যকে নারীবিদ্বেষী বলে উল্লেখ করে, তাঁর গ্রেফতারির দাবিও জানিয়েছিলেন। এরপরই ইকোপার্ক থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ।