শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ন্যায্য চাকরিপ্রার্থীদের আমরা ভালোবাসি! টেট উত্তীর্ণদের নিয়োগ নিয়ে আশ্বাস মমতার

মৌসুমী

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২২, ০৬:৪০ পিএম | আপডেট: অক্টোবর ২১, ২০২২, ১২:৪০ এএম

ন্যায্য চাকরিপ্রার্থীদের আমরা ভালোবাসি! টেট উত্তীর্ণদের নিয়োগ নিয়ে আশ্বাস মমতার
ন্যায্য চাকরিপ্রার্থীদের আমরা ভালোবাসি! টেট উত্তীর্ণদের নিয়োগ নিয়ে আশ্বাস মমতার

চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমান শাসক দল চাকরিপ্রার্থীদের চাকরি দিতে চায় এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মুখ্যমন্ত্রীর এই বার্তা পাওয়ার পর চাকরিপ্রার্থীরা কি সিদ্ধান্ত নেয় সেদিকে থাকবে নজর।

এদিন জানবাজারের কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা চাকরি দিতে চাই। বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে। যারা ন্যায্য চাকরিপ্রার্থী তাদের আমরা ভালোবাসি। বর্ধমান, হাওড়া, হুগলি সব জায়গায় যার যেমন যোগ্যতা আছে, সেখানে সে সেরকম চাকরি পাবেন।"

এদিন চাকরিপ্রার্থীদের আশ্বস্ত করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে বলেন, "আমরা ১১ বছরে অনেক কাজ করেছি, আগামী দিনে আরো অনেক কাজ হবে। কিন্তু দেশে ৪০ শতাংশ বেকার বেড়েছে"।

তবে শুধু নিয়োগ নিয়ে নয় জ্বালানি থেকে আমুল দুধের মূল্যবৃদ্ধি সবকিছু নিয়ে দিন সরব হন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে নিশানায় রেখে তিনি বলেন, "গুজরাটে নির্বাচন আছে বলে সেখানে আমুল দুধের দাম বাড়েনি। এদিকে বাকি সব জায়গায় দুধের দাম বেড়েছে। এটা বিজেপি সরকারের চক্রান্ত"। এর পাশাপাশি তিনি, বাংলার ডেয়ারী দুধ কেনার পরামর্শ দেন।