বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ ঈদের দিনে আন্দোলনকারী এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই দাবি করেছেন আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রী কথা বলার পর, আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন দু’জন আধিকারিক। যদিও দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে বলে স্পষ্ট জানিয়েছেন আন্দোলনকারীরা।
জানা গিয়েছে, মঙ্গলবার ডিসি সাউথ আকাশ মাঘারিয়াকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফোনেই মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। কথা বলার পাশাপাশি ঈদের শুভেচ্ছাও জানান তিনি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের দাবিগুলি পর্যালোচনা করে দেখার আশ্বাসও দিয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।
এদিন আন্দোলনকারীদের সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলার কিছুক্ষণ পরেই সেখানে উপস্থিত হন ২ জন আধিকারিক। চাকরি প্রার্থীদের সব দাবিদাওয়া মন দিয়ে শোনেন ওই দুই আধিকারিক। চলতি মাসের ৫ তারিখ সব প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ৩ জনের একটি প্রতিনিধি দলকে বিকাশভবনে যাওয়ার কথাও বলেছেন ওই আধিকারিকরা।
এছাড়াও চাকরি প্রার্থীদের আন্দোলন তুলে নেওয়ার আবেদনও জানিয়েছেন তাঁরা। যদিও আন্দোলনকারীদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন যেমন চলছে, তেমনই চলবে। তার কারণ হিসেবে, তাঁরা জানিয়েছেন যে, এর আগেও অনেক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যেগুলি আজও পূরণ করা হয়নি। তাই শুধুমাত্র মৌখিক প্রতিশ্রুতির ভিত্তিতে আন্দোলন থামিয়ে দিতে নারাজ এসএসসি চাকরি প্রার্থীরা। এদিকে, এখন দেখার ৫ তারিখ কী হয়?
আপনার মতামত লিখুন :