শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

পুরুলিয়ায় অবরোধের জেরে আজও বাতিল একাধিক ট্রেন! এক নজরে দেখে নিন তালিকা

মৌসুমী

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৯:৪২ এএম | আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৩:৪২ পিএম

পুরুলিয়ায় অবরোধের জেরে আজও বাতিল একাধিক ট্রেন! এক নজরে দেখে নিন তালিকা
পুরুলিয়ায় অবরোধের জেরে আজও বাতিল একাধিক ট্রেন! এক নজরে দেখে নিন তালিকা

তাদের তপশিলি উপজাতি তালিকাভুক্ত করতে হবে। এই দাবিতে দীর্ঘদিন থেকেই সরব হয়েছিল কুর্মি সম্প্রদায়। এবার মঙ্গলবার থেকেই রেল স্টেশন এবং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কুড়মি সম্প্রদায়ের মানুষ। এদিকে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সেই অবরোধ চলছে। যার জেরে বাতিল করতে হয়েছে বহু প্যাসেঞ্জার ট্রেন।

এদিন দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে ট্রেন অবরোধ চলছে। যার জন্য বহু ট্রেন বাতিল করা হয়েছে। সব মিলিয়ে মোট ২৫টা ট্রেন বাতিল হয়েছে। এরমধ্যে রয়েছে, ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু স্পেশাল,চক্রধরপুর-গোমো-চক্রধরপুর মেমু এক্সপ্রেস, টাটানগর-দানাপুর-টাটানগর এক্সপ্রেস, টাটানগর-আসানসোল মেমু প্যাসেঞ্জার স্পেশ্যাল।

এছাড়াও বাতিলের তালিকায় রয়েছে, ধানবাদ-টাটানগর-ধানবাদ এক্সপ্রেস৷ ঝাড়গ্রাম- ধানবাদ মেমু এক্সপ্রেস, হাওড়া- বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-তিতলাগড় এক্সপ্রেস।

তবে শুধু বাতিল নয় যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে বেশ কিছু ট্রেনের। এগুলির মধ্যে রয়েছে,  পুরী- নিউ দিল্লি এক্সপ্রেস, মুম্বাই- হাওড়া মেল, পুণে- সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেসের মতো ট্রেন৷ অন্যদিকে, কিছু ট্রেনের যাত্রাপথে কাটছাঁটও করা হয়েছে। সে তালিকায় আছে, খড়্গপুর থেকে রাঁচিগামী মেমু এক্সপ্রেস। এই ট্রেনটি আদ্রা পর্যন্ত গিয়ে ফিরতি পথে রওনা দেবে৷ এছাড়াও সাঁতরাগাছি- ঝাড়গ্রাম সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেনটি চলবে খড়্গপুর পর্যন্ত৷ জগদল পুর থেকে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনটি টাটানগর পর্যন্ত যাবে।