শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

মালবাজারের পর কলকাতা, গঙ্গায় প্রতিমার কাঠামোয় আটকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ

মৌসুমী

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ১১:০৩ এএম | আপডেট: অক্টোবর ৬, ২০২২, ০৫:০৩ পিএম

মালবাজারের পর কলকাতা, গঙ্গায় প্রতিমার কাঠামোয় আটকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ
মালবাজারের পর কলকাতা, গঙ্গায় প্রতিমার কাঠামোয় আটকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ/ প্রতীকী ছবি

মাল বাজারে হড়পা বানের মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির। এবার কলকাতাতেও গঙ্গার ঘাটে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ইতিমধ্যে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পশ্চিম বন্দর থানা।

পুলিশ সূত্রে খবর, বিসর্জনের পর গঙ্গার ঘাট পরিষ্কার করার সময় প্রতিমার একটি কাঠামোর মধ্যে এক ব্যক্তির পচা গলা দেহ আটকে ছিল। কাঠামোটি সরাতে গিয়ে এ বিষয়টি নজরে আসে কর্মীদের। তৎক্ষণাৎ সেখানে কর্তব্যরত পুলিশরা ঘটনাস্থলে আসেন। দেহটি উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছে পশ্চিমবঙ্গ থানা। ওই ব্যক্তির পরিচয় জানা না গেলেও তার বয়স আনুমানিক ৪৫ বছর।

প্রত্যেক বছরই গঙ্গার ঘাটে বিসর্জনের সময় ছোটখাটো সহ একাধিক দুর্ঘটনা ঘটে থাকে। সেই কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয় প্রত্যেক বছরই। বিপর্যয় মোকাবিলা দলের থেকে শুরু করে পুরসভার কর্মীরা সদা সতর্ক থাকেন। এছাড়াও বিভিন্ন থানার বাড়তি পুলিশদের মোতায়েন রাখা হয়। এবছর কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের সতর্ক ছিল তবুও ফের দুর্ঘটনা।

প্রসঙ্গত মায়ের বাজারেও হরপা বানে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির। বৃষ্টির জন্য সাময়িকভাবে উদ্ধারকাজ বন্ধ রাখা হলো ফের আজ সকাল থেকে শুরু হয়েছে উদ্ধার কাজ। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৮ হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।।