বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি। পুলিশের কাছে সর্বাত্মকভাবে চ্যালেঞ্জ ছিল বিজেপির নবান্ন অভিযানকে আটকে দেওয়া। আর সেই মতো প্রস্তুত ছিল প্রশাসন। বেলা করাতেই দেখা গেল রণক্ষেত্রের চেহারা নিয়েছে হাওড়া।
এদিন দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর মিছিল আটকে দেওয়া হয়। নবান্ন পৌঁছানোর আগেই রুখে দেওয়া হয় বিজেপিকে। সাঁতরাগাছি মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন সৌমিত্র খাঁ। অভিযোগ ওঠে বিজেপি কর্মীর সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছুড়তে থাকেন। আর তখনই বিজেপি কর্মীদের লক্ষ্য করেও ছোঁড়া হয় জলকামান।
বিজেপির অভিযোগ, বোমা জুতো ছোড়া হয় বিজেপি কর্মীদের লক্ষ্য করে। অন্যদিকে পুলিশের দিকেও কাঁচের বোতল ইট ছাড়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এদিকে কলকাতাতেও ধস্তাধস্তির ছবি দেখা যায়। বিজেপির একটি মিছিল কে বিবি গাঙ্গুলী স্ট্রীট ধরে এগিয়ে আসার সময় আটকে দেওয়া হয়। লকেট চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারীদের নিয়ে যাওয়া হয় লালবাজারে। সেখানেও বিজেপি কর্মী সমর্থকরা গিয়ে ধস্তাধস্তি শুরু করেন ব্যারিকেট ভেঙে।
আপনার মতামত লিখুন :