শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নবান্ন অভিযান ঘিরে বিধানসভায় শাসক-বিরোধী তরজা নিয়ে ক্ষুব্ধ অধ্যক্ষ! তীব্র নিন্দা বিধায়কদের আচরনে

মৌসুমী

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৩:১০ পিএম | আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৯:১০ পিএম

নবান্ন অভিযান ঘিরে বিধানসভায় শাসক-বিরোধী তরজা নিয়ে ক্ষুব্ধ অধ্যক্ষ! তীব্র নিন্দা বিধায়কদের আচরনে
নবান্ন অভিযান ঘিরে বিধানসভায় শাসক-বিরোধী তরজা নিয়ে ক্ষুব্ধ অধ্যক্ষ! তীব্র নিন্দা বিধায়কদের আচরনে

নবান্ন অভিযান ঘিরে শাসক বিরোধী দলের তরজা উঠেছে চরমে। আর সেই আঁচ এসে পৌঁছেছিল বিধানসভার অন্তরেও। স্লোগান-পাল্টা স্লোগান, পোস্টার ব্যানার নিয়ে বিক্ষোভের জেরে অধিবেশন কক্ষ ছাড়তে বাধ্য হয়েছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই ঘটনারই তীব্র নিন্দা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিধানসভার যাবতীয় নিয়ম পড়ে শোনালেন বিধায়কদের।

নবান্ন অভিযান ঘিরে গত বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠেছিল বিধানসভার অধিবেশন কক্ষ। বিজেপি বিধায়করা হাতে পোস্টার ব্যানার নিয়ে স্লোগান দিতে শুরু করেন। এরপর তারা সেখান থেকে ওয়াক আউট করেন। এই ঘটনার কিছুক্ষণ পর সরকারি দলের বিধায়করাও হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। এই উত্তেজনার মাঝেই অধিবেশন কক্ষ ত্যাগ করেন অধ্যক্ষ। তারপরে শাসকদলের বিধায়করাও অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। এবার এই ঘটনারই নিন্দা করলেন অধ্যক্ষ।

এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার এই ঘটনার নিন্দা করে বলেন, "বিধানসভার সব নিয়মকানুন সব দলকেই মেনে চলতে হবে। সেদিন সরকারি ও বিরোধী দলের বিধায়করা সেই নিয়ম লঙ্ঘন করেছেন। আশা করি ভবিষ্যতে সমস্ত বিধায়করা যাবতীয় নিয়ম মেনে চলবেন"। এর পরেই তিনি এই সংক্রান্ত বিধানসভায় যে সমস্ত নিয়ম রয়েছে তাও পড়ে শোনান।

স্পষ্টভাবে জানিয়ে দেন, বিধানসভার ভেতরে কোনওরকম পোস্টার, ব্যানার নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখানো যাবে না। বিধানসভার কাজে ব্যাঘাত ঘটে এমন কোনও কাজ করা যাবে না।