শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

বেহালায় সৌরভের বাড়িতে যাবেন অমিত শাহ, কিন্তু কেন? কী জানালেন দিলীপ ঘোষ?

আত্রেয়ী সেন

প্রকাশিত: মে ৬, ২০২২, ০১:১৮ পিএম | আপডেট: মে ৬, ২০২২, ০৭:১৮ পিএম

বেহালায় সৌরভের বাড়িতে যাবেন অমিত শাহ, কিন্তু কেন? কী জানালেন দিলীপ ঘোষ?
বেহালায় সৌরভের বাড়িতে যাবেন অমিত শাহ, কিন্তু কেন? কী জানালেন দিলীপ ঘোষ?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বাংলায় একুশের নির্বাচনের পর, এই প্রথমবার বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ ভিক্টোরিয়া মেমোরিয়ালে সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। জানা গিয়েছে, এরপরেই বেহালার বীরেন শাহ রোডে সৌরভের বাড়িতে যাওয়ার কথা রয়েছে তাঁর।

নৈশভোজে ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বেহালার বাড়িতে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এদিকে, অমিত শাহের সৌরভের বাড়িতে যাওয়ার সম্ভবনা প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয়-সহ সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘আমাদের কাছে খবর নেই, উনি যদি যান ব্যক্তিগতভাবে যাবেন। সমাজের কী কী প্রয়োজন, সেটা জান্তেই উনি যাবেন, বিশিষ্টদের সঙ্গে কথা বলা, দলের এটা পরম্পরা।’ 

এবারের এই বঙ্গ সফরে একগুচ্ছ কর্মসূচি নিয়ে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই সফরসূচির সবটাই পূর্বনির্ধারিত। কিন্তু বৃহস্পতিবার সেই সূচিতে বদল আসে। হরিদাসপুরে বিএসএফের অনুষ্ঠানে যখন উপস্থিত হন অমিত শাহ, সেই সময়ই খবর পাওয়া যায় যে, শুক্রবার সন্ধেবেলা নাকি তিনি মহারাজের বাড়ি যাবেন। সেখানেই থাকবে নৈশভোজের ব্যবস্থা। 

অমিত শাহ শিলিগুড়ির জনসভা থেকে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ তুলেছেন। শাহের সেই অভিযোগে সমর্থন জানিয়ে শাসকদলকে আক্রমণ করেন দিলীপ ঘোষ৷ শুক্রবার সকালে নিউটাউনে ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে তিনি বলেন, ‘আমরা গোটা বাংলার সার্বিক উন্নয়ন করতে চাই। যাঁরা উন্নয়ন মডেল বোঝেন না, তাঁরাই বিচ্ছিন্নতাবাদী বলেন।’ 

পাশাপাশি উত্তরবঙ্গের মানুষ বিজেপির সঙ্গে রয়েছে বলেও দাবি জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উত্তরবঙ্গে নির্বাচনের আগে যে পরিবেশ ছিল, কাল সেটাই আবার দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গে অত্যাচার অনেক বেশি হয়েছে। উত্তরবঙ্গের মানুষ আগেও এর বিরুদ্ধে ভোট দিয়েছেন।’ এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘বিজেপি শেষ হয়েছে বলে যেটা প্রচার হচ্ছে, সেটা ঠিক নয়। কর্মীরাও বুঝতে পারছেন। তবে কর্মীদের মনে এখনও ভয়ের পরিবেশ রয়েছে৷’