শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

টাকার সঙ্গে দলের কোনও যোগ নেই, অভিযোগ প্রমাণিত হলে পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নেবে তৃণমূল!

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুলাই ২৩, ২০২২, ০৮:০৩ পিএম | আপডেট: জুলাই ২৪, ২০২২, ০২:০৩ এএম

টাকার সঙ্গে দলের কোনও যোগ নেই, অভিযোগ প্রমাণিত হলে পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নেবে তৃণমূল!
টাকার সঙ্গে দলের কোনও যোগ নেই, অভিযোগ প্রমাণিত হলে পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নেবে তৃণমূল!

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই ইডি-র হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও। এদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর সাংবাদিক সম্মেলন করল তৃণমূল কংগ্রেস। শনিবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একটি বৈঠক করেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং কুণাল ঘোষ। এরপর এদিনের বৈঠক শেষে শীর্ষ নেতারা তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠকও করেন।

এদিন সাংবাদিক বৈঠকে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দল দাঁড়ালেও, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে দলের কোনও যোগ যে নেই তা আরও একবার স্পষ্ট করে দেওয়া হল।  এদিন সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘যে ঘটনাটি ঘটেছে তা প্রথম গতকাল ED-র সূত্রে জানতে পারি। খবর আসে, একজন মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। তার উপর দাঁড়িয়ে তৃণমূল স্পষ্টভাবে জানাচ্ছে এই টাকার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। যাঁর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তাঁর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই নিয়ে তাঁর আইনজীবীরা উত্তর দিতে পারবেন। এর সঙ্গে কোনওভাবে একটা সম্পর্কের কথা বলে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। আমরা খুব স্পষ্টভাবে জানাচ্ছি তৃণমূল কংগ্রেস আইন এবং আদালতের উপর বিশ্বাস রাখে। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি কেন্দ্রীয় এজেন্সির তদন্ত দীর্ঘমেয়াদি হয়। কিন্তু, এক্ষেত্রে আমরা চাই দ্রুত তদন্ত শেষ করা হোক। টাকার উৎস কী? তদন্ত করে আদালতে জানান। পাশাপাশি, নোটবন্দির পরেও এত টাকা এল কোথা থেকে? বিচারে যদি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয় সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করব।’

তিনি এও জানিয়ে দেন যে, ‘একুশের ঐতিহাসিক সমাবেশের পর এই ঘটনা সামনে এসেছে। দল গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। বিজেপি চক্রান্ত করছে। বাম এবং সিপিআইএম চারিপাশ ভুলে গিয়ে কুৎসা করছে।’

অন্যদিকে, এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন যে, ‘পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলে আছেন বলে কুৎসা, ষড়যন্ত্র হয়েছে। আমিও তৃণমূলে আছি বলে আমাকেও তদন্তের মুখোমুখি হতে হয়েছে।’ 

আবার এদিন সরাসরি তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না করে আক্রমণ করে বলেন, ‘যাঁরা বিজেপি-র ওয়াশিং মেশিয়ে প্রবেশ করেছেন তাঁরা সাধু। বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে। বিচার ব্যবস্থার উপর আস্থা রয়েছে। যদি বিচারে যদি প্রমাণিত হয় দোষী সেক্ষেত্রে কঠোরতম ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস। কিন্তু, ষড়যন্ত্র করা হলে আমরা তার প্রতিবাদ করব, প্রতিরোধ করব।’