শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

কাগজ দেখেই বুঝেছিলাম আদালতকে ভুলপথে চালনা করা হচ্ছে! কেষ্ট কন্যার মামলায় ক্ষুব্ধ বিচারপতি

মৌসুমী

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০৭:৩১ পিএম | আপডেট: ডিসেম্বর ৬, ২০২২, ০১:৩১ এএম

কাগজ দেখেই বুঝেছিলাম আদালতকে ভুলপথে চালনা করা হচ্ছে! কেষ্ট কন্যার মামলায় ক্ষুব্ধ বিচারপতি
কাগজ দেখেই বুঝেছিলাম আদালতকে ভুলপথে চালনা করা হচ্ছে! কেষ্ট কন্যার মামলায় ক্ষুব্ধ বিচারপতি

সুকন্যার বিরুদ্ধে মামলাকারীকে জরিমানা করবো ভেবেছিলাম। ভবিষ্যতে আদালতে তথ্য দেওয়া সম্পর্কে আইনজীবীদের সতর্ক থাকা উচিত। সোমবার অনুব্রত কন্নার মামলার প্রসঙ্গে এমনটাই জানালেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে তার দাবি এই মামলায় আদালত কে বিপথে চালনা করার চেষ্টা করা হয়েছে।

অনুব্রত মণ্ডলের কন্যার টেট সার্টিফিকেট নেই। এমনকি বাড়িতে বসেই বেতন পান তিনি। এই অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলা না শুনেই নিষ্পত্তি করে দিয়েছিলেন। এমনকি সুকন্যা মণ্ডল কে হাজিরা দেওয়ার আর প্রয়োজন নেই বলেও জানানো হয়েছিল। কিন্তু তার কয়েক মাস পরেই বিচারপতির এই ধরনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এদিন বিচারপতি বলেন, "অনুব্রত মণ্ডলের কন্যার বিরুদ্ধে যে মামলা করেছিলেন ভেবেছিলাম তার বিরুদ্ধে জরিমানা করবো। কাগজপত্র দেখে বুঝেছিলাম সম্পূর্ণ বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল আদালতকে। তাই পরের দিন কোর্টে বসেই অভিযোগটি খারিজ করে দিই। ভবিষ্যতে আদালতের তথ্য দেওয়া সম্পর্কে আইনজীবীদের সতর্ক থাকা উচিত"।

প্রসঙ্গত সুকন্যা টেট এবং তার চাকরির সমস্ত নথিপত্র পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে। সেইমতো আদালতে এসেও ছিলেন সুকন্যা। কিন্তু শেষমেষ সেই নির্দেশ প্রত্যাহার করা হয়। অতিরিক্ত হলফনামা গ্রহণ করেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।