তুলসী গাছের আশেপাশে এই ৫ জিনিস কখনই রাখবেন না! ছারখার হবে জীবন, জলের মতো খসবে অর্থ, হতে পারেন অসুস্থ

By Bongnews24x7

Published On:

Follow Us

হিন্দু শাস্ত্র অনুযায়ী তুলসী গাছ পরম পূজনীয়। তুলসী গাছকে ভগবানসম মনে করা হয়। বাড়িতে তুলসী গাছে নিত্য সন্ধ্যা দেখানো বাঙালি গৃহস্থ্য বাড়ির অন্যতম কাজ। তুলসী গাছ বাড়িতে সুখ সমৃদ্ধি পজিটিভিটির সঞ্চার করে।

কিন্তু জানেন কি বাস্তুমতে তুলসী গাছের আশেপাশে এমন পাঁচ জিনিস রাখলে ক্ষতি হতে পারে আপনার সংসারের।‌ জলের মতো বেরিয়ে যেতে পারে টাকা। ঘনঘন পরিবারের লোকেরা অসুস্থ হয়ে পড়তে পারেন। কি সেই পাঁচ জিনিস?

মা তুলসী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পছন্দ করেন। তাই তুলসী গাছের আশপাশ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। নোংরা আবর্জনা যেন কখনও না থাকে। যদি থাকে তাহলে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তুলসী গাছবা তুলসী মঞ্চের আশেপাশের চটি, জুতো খুলে রাখবেন না। তুলসী গাছের আশেপাশের চটি, জুতো থাকলে তাহলে সেই স্থান অপবিত্র হয়ে যায়।

ঠিক আছে আশপাশে কখনই ক্যাকটাস জাতীয় গাছ রাখবেন না। কাঁটা গাছ নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। এরফলে অশান্তির পরিবেশ তৈরি হয়।

তুলসী গাছের আশেপাশে মদ মাংসের সেবন করা উচিত নয়। এরফলে তুলসী গাছের পবিত্রতা ক্ষুন্ন হয় এবং পরিবারে নেতিবাচক প্রভাব পড়ে।

এছাড়াও, তুলসী গাছের কাছে শিবলিঙ্গ রাখা ভীষণভাবে নিষিদ্ধ। তুলসী এবং শিবলিঙ্গ উভয়ই পবিত্র কিন্তু একসঙ্গে রাখা উচিত নয়। এতে বাড়িতে নেতিবাচক শক্তির সঞ্চার হয়।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now