শুরু হতে চলেছে ভারতবর্ষের সবথেকে বড় টুর্নামেন্ট আইপিএল (IPL)। দেশীয় বিনোদনের সবথেকে বড় উৎসব। অবশ্যই বিনোদনের সবথেকে বড় উৎসব বলাই বাহুল্য। আসলে ক্রিকেট ভারতবাসীর সবথেকে বিনোদন। এই সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি কোটি মানুষের আবেগ, অনুভূতি।
আর এই আবেগের বিস্ফোরণ ঘটে ক্রিকেটের মাঠে। টিভির সামনে যখন শুরু হয় ভারতবর্ষের সবথেকে বড় বিনোদন। আইপিএল (IPL) বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই শুরু হচ্ছে আইপিএল। দেশ-বিদেশের ক্রিকেট ভক্তরা গোটা বছর এই টুর্নামেন্টের অপেক্ষায় থাকেন আর চলতি আগামী ২২ মার্চ আইপিএলের বোধন।
আর এই টুর্নামেন্টের ফাইনাল আয়োজিত হবে ২৬ মে। চলতি বছরের টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ২১ শে মার্চ থেকে। কিন্তু তার পরিবর্তে শুরু হচ্ছে ২২শে মার্চ থেকে। গত বছরের আইপিএল চ্যাম্পিয়ন টিম হিসেবে এই বছর প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। আর প্রথম ম্যাচ আয়োজিত হতে চলেছে সবার প্রিয় ইডেন গার্ডেন্সে।
ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে আইপিএলের পূর্ণাঙ্গ সময়সূচী। ভক্তদের মধ্যে উন্মাদনার পারদ তুঙ্গে। কোথা থেকে কাটতে পারবেন চলতি বছরে আইপিএলের টিকিট? উল্লেখ্য, অনলাইনে BookMyShow, Paytm-এর মাধ্যমে টিকিট কাটার সুবিধা থাকার পাশাপাশি আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইট iplt20.com থেকেও টিকিট কেনা যাবে বলে জানা গেছে।
চলুন জেনে নেওয়া যাক কিভাবে কাটবেন এই টিকিট? প্রথমে ওয়েবসাইটির মধ্যে ঢুকে আপনাকে ম্যাচ এবং ভেন্যু নির্বাচন করতে হবে। তারপর সেখানেই আসবে আসন নির্বাচন করার অপশন। এরপরেই চেকআউট। তারপর পেমেন্ট। সমস্ত প্রসেস সফল হলে আপনার ইমেল আইডিতে বা এসএমএস টিকিট বুকিংয়ের সমস্ত ডিটেলস চলে আসবে। আইপিএল এর টিকিট বিক্রি হওয়ার মারাত্মক রকমের চাহিদা থাকে। আর তাই এই নিয়মের মাধ্যমে ঝটপট টিকিট কেটে ফেলবেন।