ভুলেও এই ভুল করবেন না! আধার কার্ডে ঠিক কতবার নাম ঠিকানা আপডেট করা যায় জানেন?

By Bongnews24x7

Published On:

Follow Us

একটা সময় পর্যন্ত ভোটার কার্ডের রমরমা থাকলেও বর্তমান সময়ে ভারতবর্ষে বাস করা প্রত্যেক নাগরিকের সবথেকে প্রধান পরিচয় পত্রের নাম হল আধার কার্ড। আজকের দিনে দাঁড়িয়ে এই কার্ড যদি আপনার কাছে থাকলে আর অন্য কোনও পরিচয় পত্রের প্রয়োজন পড়বে না। এই কার্ডের গুরুত্ব সাধারণ জীবনে অপরিসীম।

উল্লেখ্য, এই কার্ডের মধ্যে একজন মানুষের সমস্ত নথি থাকে। যা বায়োমেট্রিকের মাধ্যমে জানা যায়। মাঝেমধ্যেই কেন্দ্রীয় সরকার আধার কার্ডে বিভিন্ন রকমের পরিবর্তন করে থাকে।‌ আবার অনেক সময় ঠিকানা ফোন নম্বর পরিবর্তন হলে সাধারণ মানুষ নিজেদের আধার কার্ড আপডেট করান। বর্তমান সময়ে দাঁড়িয়ে স্কুলে ভর্তি হওয়া থেকে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, বা বিয়ে করা সব ক্ষেত্রেই আধার কার্ড মাস্ট।

আধার কার্ডে ভুল তথ্য থাকলে তা আধার কেন্দ্রে গিয়ে আপডেট করে নেওয়া অবশ্যই উচিত। ‌মোবাইল নম্বর, বাড়ির ঠিকানা, লিঙ্গ, নামের বানান সব ক্ষেত্রেই পরিবর্তন হয়। তবে এই পরিবর্তনের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। কিছু বিষয় রয়েছে যা আপনি যতবার খুশি আপডেট করাতে পারবেন, কিন্তু একটি বিষয় রয়েছে যা মাত্র একটি বার‌ই আপনি আপডেট করাতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক তাহলে কোন বিষয় যেটি একটি বারই মাত্র আপডেট করানো যায়!

উল্লেখ্য, যদি আধার কার্ডে জন্ম তারিখ ভুল থাকে তবে আপনার এটি পরিবর্তনশীল। আপনি পরিবর্তন করতে পারেন। তবে জানিয়ে রাখি জন্ম তারিখের ক্ষেত্রে UIDAI-এর নিয়ম খুবই কঠোর। আপনি আধার কার্ডে জন্ম তারিখ শুধুমাত্র একবার আপডেট করতে পারবেন।

মোবাইল নম্বর, নাম, জন্মতারিখ আপডেট করার ক্ষেত্রে UIDAI এর কোন‌ও বাধ্যবাধকতা নেই। আপনি যতবার খুশি আপডেট করাতেই পারেন, তবে আপনি যদি আপনার আধার কার্ডে বায়োমেট্রিক তথ্য আপডেট করতে চান কিংবা আপনার মোবাইল নম্বর পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে আধার কেন্দ্রে যেতে হবে।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now