অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেন হাতছাড়া হল সেঞ্চুরি? কী বললেন কোহলি?

By Bongnews24x7

Published On:

Follow Us

চ্যাম্পিয়ন্স ট্রফির (champions trophy) জন্য এখন উত্তেজনায় ডগমগ প্রত্যেক ভারতীয়। কারণ এখন ৮ থেকে ৮০ মেতে রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনায়। আর হবে নাই বা কেন? কাপ পাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত।

একের পর এক দেশকে পর্যদুস্ত করে ফের সেরার শিরোপা দখল করা থেকে আর মাত্র এক ম্যাচ দুরে রোহিত শর্মা‌র টিম ইন্ডিয়া। আর তাই নতুন করে ট্রফি জেতার আশায় বুক বাঁধছেন ভারতবাসী। অবশ্যই তাদের ভরসা কিং কোহলির ওপর। কারণ তার ব্যাটে ভর করেই যে এত দূর এগিয়ে এসেছে ভারত।

তবে দেশ জেতার পাশাপাশি মানুষ খুশি হন তখনই যখন বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে একটা করে শতরান বেরিয়ে আসে। হাফ সেঞ্চুরি পার করলেই মানুষ আশায় বুক বাঁধেন যে এবার হয়তো আর‌ও একটা সেঞ্চুরি করতে চলেছেন তাদের সবার প্রিয় ক্রিকেটার।

তবে মাঝেমধ্যেই হটকারী কিছু শট খেলে আউট হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে তার। গতকাল অস্ট্রেলিয়া ম্যাচেও তেমনটাই ঘটেছে। মাত্র কুড়ি রানের জন্য নিজের সেঞ্চুরি হাতছাড়া করেছেন তিনি‌। ৪৩তম ওভারে অ্যাডাম জ়াম্পার বলটা লং অফে মেরেই বুঝে গিয়েছিলেন ভুল শট খেলেছেন।
মুখটা নামিয়ে নেন।

যদিও তার এই ভুল শট খেলা একেবারেই পছন্দ করেননি তার সহ যোদ্ধা কে এল রাহুল। চেয়েছিলেন বিরাট যেন সেঞ্চুরি করেন। আর তাই তিনি যখন ফিরে যাচ্ছেন, তখন চিৎকার করে কিছু একটা বলতে শোনা যায় রাহুলকে।

ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে অবশ্য কোহলি নিজেই স্বীকার করে নিলেন বাজে শট খেলে আউট হয়েছেন তিনি। নিজেই হাতছাড়া করেছেন নিজের শতরান। কোহলি বলেন, যখন আউট হলাম, তখন শতরান হতে আর ২০ রান মতো বাকি ছিল। আমি চেয়েছিলাম তাড়াতাড়ি সেই রানটা করে নিয়ে দু’ওভারের মধ্যে খেলা শেষ করে দিতে।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now