অবশেষে রেহাই কালীঘাটের কাকুর। হ্যাঁ এই নামেই পরিচিত প্রাথমিক নিয়োগ মামলায় দ্রুত সুজয়কৃষ্ণ ভদ্র (Sujaykrishna Bhadra)। ইডির (ED) হাত থেকে কালীঘাটের কাকু মুক্ত হতেই তাকে ধরেছিল সিবিআই। আর এবার সেই সিবিআই এর হাত থেকেও মুক্তি পেলেন গোটা বাংলায় দারুণ রকম ভাবে জনপ্রিয়তা পাওয়া কালীঘাটের কাকু।
হাইকোর্টের তরফে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। কাকুর কাতর আর্জি শুনে তাকে সাময়িক স্বস্তি দিয়েছে কলকাতা হাইকোর্ট। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি কাকুর মানসিক স্বাস্থ্যের অবস্থা ভালো নয় আর সেই কারণেই তিনি জামিনের আর্জি করে ছিলেন।
জানা গেছে, আর তাই আগামী ৩১ শে মার্চ পর্যন্ত কালীঘাটের কাকুকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, কালীঘাটের কাকুর স্বাস্থ্যের কথা ভেবে মানবিক কারণেই কাকুর আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ বলে জানা গেছে।
কাকুর শারীরিক অবস্থা আগের থেকে খারাপ হয়েছে। এরমধ্যে তার ভালো, খারাপ কিছু হয়ে গেলে তা তদন্তে প্রভাব ফেলতে পারে ভেবেই তাকে জামিন দেওয়া হয়েছে। যদিও কালীঘাটের কাকুর এই জামিন শর্তসাপেক্ষ। কাকুকে থাকতে হবে নিজের বাড়িতেই।
আদালতের তরফ স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, একমাত্র চিকিৎসার কারণ ব্যতীত তিনি বাড়ির বাইরে পা রাখতে পারবেন না। জানা গেছে, সুজয়কৃষ্ণকে দেওয়ার শর্তের একটি লঙ্ঘন হলে সঙ্গে সঙ্গে বাতিল হবে তার জামিন। আপাতত তার জেল মুক্তি হলেও বেহালার বাড়ি তিনি ছাড়তে পারবেন না। আর যদি ছাড়েন তাহলে তাকে সঙ্গে সঙ্গে ফিরতে হবে জেলে।