আজও তিনি বলিউডের (Bollywood) সব থেকে বড় সুপারস্টার (Super Star) । তিনি শাহেনশা (Sahensaha) । তার সঙ্গে কাজ করতে পারলে আজও ধন্য হয়ে যায় বলিউডের অভিনেতা থেকে শুরু করে পরিচালকরা। আজও তার এতটাই গুরুত্ব এই ইন্ডাস্ট্রিতে। আজও তিনি কোনও সিনেমায় থাকলে মানুষজন বিশ্বাস করেন সেই সিনেমা হিট হবেই।
তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বয়স বেড়েছে তাঁর। কমিয়েছেন কাজ। তবে উদ্যম কমেনি। আজও নিয়ম করে ব্লগ পোস্ট করেন তিনি। সিনেমাও করছেন। রিয়্যালিটি শো’র সঞ্চালনাও করছেন। তবে এবার শোনা যাচ্ছে বিনোদন দুনিয়াকে বিদায় জানাতে চলেছেন তিনি। তবে কী ৮২ তে পৌঁছে থেমে যাবেন তিনি?
অভিনেতার করা একটি পোস্ট থেকেই এই জল্পনার জন্ম হয়েছে। সাম্প্রতিক একটি পোস্টে অভিনেতা লিখেছেন, ‘যাওয়ার সময়’। আসলে নিজের ব্লগ পোস্টের মাধ্যমে তিনি নিজের ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন।অভিনেতার এই পোস্ট দেখে তুঙ্গে বলিউডে চর্চা, তা হলে অভিনয়কে বিদায় জানাচ্ছেন নায়ক?
তবে নিজেই কৌতূহল অবদমন করেছেন স্বয়ং অভিনেতা। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিং সেটে দর্শকের মধ্যে থেকে একজন অভিনেতার কাছে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। তখন এর জবাব দিতে গিয়ে হেসে ফেলেন নায়ক। উল্টে তিনি পাল্টা প্রশ্ন করেন, “কেন, আমি কি কিছু ভুল লিখেছি?” এরপর রহস্য খোলসা করেন তিনি।
ঘটনা কী? তিনি বলেন, রাত ১ টার আগে রিয়্যালিটি শো’র সেট থেকে ছুটি মেলে না। বাড়ি ফিরতে ফিরতে হয় রাত ২টো। তিনি জানিয়েছেন, ওই ঘুমন্ত অবস্থাতেই সে দিন লিখেছিলাম, ‘যাওয়ার সময়’। অর্থাৎ, বাড়ি যাওয়ার সময় হয়েছে। এত ঘুম পেয়েছিল যে পুরোটা লেখা হয়নি। তার মুখে এই কথা শুনে রীতিমতো হেসে ফেলেন সবাই।