বদলে গেল ভারতের সবথেকে বড় এন্টারটেইনমেন্টের সময়সূচী! কবে থেকে শুরু হচ্ছে আইপিএল?

By Bongnews24x7

Updated On:

Follow Us

কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের সবথেকে বড় বিনোদন কি তাহলে আপনি কি উত্তর দেবেন? আসলে বিনোদনের প্রচুর প্রকারভেদ থাকলেও কোন‌ও এমন একটি বিষয় থাকে যেটি ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি মানুষকে দেখতে বাধ্য করে। আর আমাদের মতো ক্রিকেটপ্রেমী দেশে সেই বিনোদনের নাম আইপিএল। যার পোশাকি নাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ‌

মাসব্যাপী চলা এই খেলা দেখতে স্টেডিয়ামে যেরকম হাজির হন লক্ষ লক্ষ মানুষ, তেমনি টিভির পর্দায় বা মোবাইল ফোনে চোখ রাখেন কয়েক লক্ষ। আর একসঙ্গে এত মানুষকে বিনোদন দেয় যে সেই ক্রিকেট তাহলে নির্দ্বিধায় বিনোদনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম।‌ আইপিএলের নিলাম হোক বা আইপিএল এর খেলা একই রকম উত্তেজনায় ভুগতে থাকেন ক্রিকেটপ্রেমীরা।

আর আইপিএল নিয়ে এবার এক বড় খবর সামনে এসেছে। আইপিএল-এর সময়সূচি আগে থেকেই নির্দিষ্ট হয়ে যায়। তবে এবার হঠাৎ করেই বদলে গেছে সেই সময়সূচী। পিছিয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দিন। জানা গেছে, ফ্রাঞ্চাইজিদের অনুরোধ এবং সেই সঙ্গে আইপিএল সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে কিছু মতানৈক্য হওয়ায় পিছিয়েছে সম্প্রচারের দিন।

বলাই বাহুল্য, কলকাতা নাইট রাইডার্স ছিল গত বছরের আইপিএল চ্যাম্পিয়ন টিম। আর হিসেব মতো জয়ী টিমের হোম গ্রাউন্ডে প্রথম ম্যাচ খেলা হয়ে থাকে। আর তাই এই বছর ইডেন গার্ডেনসে আয়োজিত হতে চলেছে আইপিএল এর প্রথম ম্যাচ। আর নিয়ে কলকাতার ক্রিকেট প্রেমীদের মধ্যে রয়েছে এক আলাদা।

উল্লেখ্য, কিছুদিন আগেই জানা গিয়েছিল আগামী ২১ শে মার্চ ইডেন গার্ডেন্সে আইপিএল এর প্রথম বল পড়বে।‌ তবে এবার জানা গেছে, দিন বদলাচ্ছে। তাহলে কবে থেকে শুরু হতে চলেছে আইপিএল? না বেশি দিন পিছচ্ছে না। ২১শের পরিবর্তে ২২শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ইডেন গার্ডেনসে প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। আর ওই দিন থেকেই শুরু হবে ১৮ তম আইপিএল। ‌



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now