শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

‘রাস্তা আটকে নমাজ পড়া বন্ধ করা হোক’! রমজান মাসে বিস্ফোরক টুইট তসলিমা নাসরিনের

আত্রেয়ী সেন

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২, ০৯:৫২ পিএম | আপডেট: এপ্রিল ১৯, ২০২২, ০৩:৫২ এএম

‘রাস্তা আটকে নমাজ পড়া বন্ধ করা হোক’! রমজান মাসে বিস্ফোরক টুইট তসলিমা নাসরিনের
‘রাস্তা আটকে নমাজ পড়া বন্ধ করা হোক’! রমজান মাসে বিস্ফোরক টুইট তসলিমা নাসরিনের

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রমজান মাস চলছে। আর এই রমজান মাসের মধ্যেই নমাজ পড়া নিয়ে বিতর্কিত টুইট করলেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। এবার রাস্তায় বসে নমাজ পড়ার বিরোধিতায় সোচ্চার হলেন তসলিমা। ইতিমধ্যেই তাঁর টুইট ঘিরে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ তাঁর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে। আবার এর উল্টোটাও হয়েছে। অনেকেই লেখিকার পাশেও দাঁড়িয়েছেন। 

রাস্তায় নমাজ পড়া নিয়ে টুইটারে তসলিমা নাসরিন লেখেন, ‘নমাজ পড়ার অধিকার নিয়ে আমি মুসলিমদের সমর্থন করি। যদিও আমি মনে করি, নমাজ পড়ার সবচেয়ে ভালো জায়গা নিজের বাড়ি। কিন্তু তাঁরা যখন রাস্তা অবরোধ করে এবং যান চলাচলে বিঘ্ন ঘটিয়ে রাস্তায় নামাজ পড়েন তখন আমি তাঁদের সমর্থন করি না। পৃথিবীর সব জায়গায় রাস্তায় নামাজ নিষিদ্ধ করতে হবে।’

প্রসঙ্গত বরাবরই স্পষ্টবাদী তসলিমা নাসরিন। স্পষ্ট কথায় মনের ভাব ব্যক্ত করার জন্য বারবার বিতর্কে জড়িয়েছেন। মৌলবাদীদের চোখ রাঙানির তোয়াক্কা না করেই, বরাবর সঠিক এবং উচিতের পক্ষেই কথা বলেছেন। ভারতে হিজাব বিতর্ক নিয়ে সরব হয়েছিলেন। তিনি এ প্রসঙ্গে দাবি করেছিলেন যে, বোরখার মতো পোশাক মহিলারা স্বেচ্ছায় পরেন না। তাঁদের উপর চাপিয়ে দেওয়া হয়। আবার সাম্প্রতিকে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতো, বাংলাদেশ থেকে হিন্দুদের বিতাড়িত করা নিয়েও সিনেমা বানানোর আবেদন করেছেন তিনি। 

কঠিন সত্যিটা বলার জন্য বিতর্কে জড়ানোর পাশাপাশি একাধিকবার তাঁর ফেসবুক অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়। তাও তিনি মাথা নত করেননি। এদিকে, ভারতে লাউড স্পিকারে আজান দেওয়া নিয়ে সম্প্রতি বিতর্ক দানা বেঁধেছে। মহারাষ্ট্রের পর সম্প্রতি কাশীতেও আজানের সময় লাউড স্পিকারে হনুমান চালিশা শোনানো হয়। সেই আবহে তসলিমার এই মন্তব্যে বিতর্ক আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।