শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

লন্ডনে বাংলা হরফে লেখা মেট্রো স্টেশনের নাম! রানির দেশে এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত বাঙালিরা

মৌসুমী মোদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২২, ০৯:৫৯ পিএম | আপডেট: মার্চ ১১, ২০২২, ১০:২৯ পিএম

লন্ডনে বাংলা হরফে লেখা মেট্রো স্টেশনের নাম! রানির দেশে এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত বাঙালিরা
লন্ডনে বাংলা হরফে লেখা মেট্রো স্টেশনের নাম! রানির দেশে এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত বাঙালিরা / ফাইল ছবি

রানির দেশে স্বীকৃতি পেল বাংলা ভাষা। খোদ লন্ডনের (London) বুকে এবার জ্বলজ্বল করবে বাংলা হরফে লেখা নাম৷ লন্ডনের লাইফ লাইন বলা হয় যাকে, সেই টিউব রেলের স্টেশন হোয়াইটচ্যাপেল (Whitechapel Station)-এ এবার দেখা যাবে বাংলায় লেখা সাইনবোর্ড। ইংরেজি ভাষার পাশাপাশি এবার বাংলা ভাষাতেও শোভা পাবে স্টেশনের নাম৷

লন্ডনকে ডাকা হয় বাঙালির দ্বিতীয় দেশ নামে। আর পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশন  অঞ্চল বলতে গেলে পুরোপুরিই বাঙালি অধ্যুষিত। ইংল্যান্ডে বসবাসকারী প্রায় ৭০ শতাংশ বাঙালিই থাকেন এই অঞ্চলে। সেখানের অধিকাংশ দোকানের নামেও বাংলা ভাষা প্রাধান্য পেয়েছে। এবার স্টেশনের নামও বাংলায় লেখার দাবী উঠেছিল। বিগত এক বছরের বেশি সময় ধরে হোয়াইটচ্যাপেল স্টেশনের সংস্কারকাজ চলছে। সেই কাজ চলার সুযোগেই স্টেশনের নামটি বাংলায় লেখার দাবী উঠেছিল। অবশেষে পূরণ হল সেই দাবী।

সূত্রের খবর, লন্ডনে বসবাসকারী বাঙালিদের দাবী মেনেই এবার লন্ডনের ব্যস্ততম এই স্টেশনটির নাম বাংলায় লেখার সিদ্ধান্ত নেয় ট্রান্সফোর্ড ফর লন্ডন অথরিটি (টিএফএল)। এরপরই বাংলা ভাষায় স্টেশনের নামে সাইনবোর্ড বসে। বৃহস্পতিবার থেকে ব্যস্ততম হোয়াইটচ্যাপেল স্টেশনের ইংরেজি নামে পাশাপাশি বাংলা হরফে লেখা নাম নজর কাড়ছে। স্টেশনের একাধিক প্রবেশদ্বারে বাংলায় লেখা থাকছে ‍‍`হোয়াইটচ্যাপেল স্টেশন‍‍`। পাশাপাশি স্টেশনের প্রবেশপথে ‍‍`হোয়াইটচ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগত‍‍` লেখাও বিশেষ শোভা বাড়াচ্ছে। 

বলাই বাহুল্য, প্রবাসীদের কাছে এই বিষয়টি অত্যন্ত গৌরবের। শুধুমাত্র বাঙালিকে সম্মান জানাতে বিদেশের বুকে বাংলা ভাষায় স্টেশনের নাম যেন বাংলা ও বাঙালির সামর্থের কথাই জানান দিচ্ছে, এমনটাও বলছেন প্রবাসীরা।