শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

গভীর রাতে আতঙ্ক! তীব্র কম্পনে কেঁপে উঠল নেপাল, মৃত ৬, দিল্লিতেও অনুভূত কম্পন

আত্রেয়ী সেন

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২, ০৯:২৭ এএম | আপডেট: নভেম্বর ৯, ২০২২, ০৩:২৭ পিএম

গভীর রাতে আতঙ্ক! তীব্র কম্পনে কেঁপে উঠল নেপাল, মৃত ৬, দিল্লিতেও অনুভূত কম্পন
গভীর রাতে আতঙ্ক! তীব্র কম্পনে কেঁপে উঠল নেপাল, মৃত ৬, দিল্লিতেও অনুভূত কম্পন / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ নেপালের দুই জেলায় বুধবার ভয়ঙ্কর ভূমিকম্প অনুভূত হয়। কেঁপে ওঠে রাজধানী দিল্লিও। এই ভূমিকম্পের জেরে ইতিমধ্যেই ঘর ভেঙে চাপা পড়ে ৬ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। বুধবার রাত ২ টো নাগাদ এই প্রবল ভূমিকম্প অনুভূত হয়। তবে, শুধু নেপাল নয়, রাজধানী দিল্লি এবং তার আশেপাশের এলাকাতে কম্পন অনুভূত হয়। 

এই কম্পনের জেরে একাধিক বাড়ি ভেঙে পড়ে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। নেপালের এই ভূমিকম্পের প্রভাব শুধু দিল্লিই নয়, ন্যাশনাল ক্য়াপিটল রিজিয়ন বা NCR-এও ভূমিকম্পের প্রভাব পড়ে। এদিকে, এই ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তরখণ্ডের নেপাল সীমান্তের পৃথোরাগড়ে। তবে, এখনও পর্যন্ত দিল্লি ও তার আশপাশের এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ভূমিকম্প হল নেপালে। মঙ্গলবার সকালেই নেপালে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে সেই কম্পনের তীব্রতা ছিল ৪.৫। মঙ্গলবার সকালে রাজধানী কাঠমাণ্ডুর ১৫৫ কিলোমিটার উত্তর-পূর্ব কম্পন অনুভূত হয়েছিল। প্রথম কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০০ কিলোমিটার গভীরে। 

প্রসঙ্গত, চলতি বছরে বারবার ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। এর প্রভাব পড়েছে উত্তর ভারতের শহরগুলোতে। গত ১৯ অক্টোবর নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১। আবার এর আগে চলতি বছরেই জুলাই মাসে ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। সেই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৬। কম্পনের এপিসেন্টার ছিল কাঠমান্ডুর খাতং জেলা। তবে, ২০১৫-য় ভূমিকম্পের ভয়াবহতা সহ্য করতে হয়েছে নেপালকে। ২০১৫ সালে নেপালে রিখাটার স্কেলে ৭.৮ তীব্রতার ভূমিকম্পে ধূলিসাৎ হয়ে গিয়েছিল বহু কিছু ৷ মৃত্যু হয়েছিল ৮৯৬৪ জনের, আহত হয়েছিলেন ২২,০০০ জন৷