আর কতদিন খেলা চালিয়ে যাবেন রোহিত শর্মা? সাংবাদিকের প্রশ্নে কি বললেন গৌতম গম্ভীর?

By Bongnews24x7

Published On:

Follow Us

চ্যাম্পিয়ন্স ট্রফির (champions trophy) আবহ জমে উঠেছে। তুমুল উত্তেজনায় ভরা এখন ক্রিকেটের বাইশ গজ। ভারতবাসী আবার‌ও স্বপ্ন দেখছে নতুন ট্রফি জেতার। আসলে ভারত এখন এমন খেলছে যে তাতে ভারতের বিজয় আশা করাই যায়।

প্রথমে বাংলাদেশ, তারপর পাকিস্তান, নিউজিল্যান্ড আর তারপর অস্ট্রেলিয়াকে হারিয়ে অপ্রতিরোধ্য ভারত। এবার হয়ত সামনে নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা। আর এই দুই দেশের মধ্যে যে দেশ ফাইনালে উঠবে তাকে পরাস্ত করলেই বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।

ব্যাটিং থেকে বোলিং, ফিল্ডিং সব বিভাগেই দারুণ পারফর্মেন্সে ভারতের। তবে কিছুটা হলেও চিন্তায় রেখেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা‌। আসলে অফ ফর্ম চলছে তার। এই কারণে যথেষ্ট সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। বারবার প্রশ্ন উঠেছে তার ফিটনেস নিয়ে।

নিজে বড় রান না করতে পারলেও তার অধিনায়কত্ব প্রশংসনীয়। শুধু কি তাই? ব্যাটিংও কিন্তু তিনি শুরু করেন বেশ আক্রমণাত্মকভাবেই। আর তাতেই তেতে ওঠেন দলের বাকি প্লেয়াররা। এমনটাই মনে করেন গুরু গম্ভীর।

তবে সম্প্রতি এক সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারিয়েছেন তিনি। ম্যাচের শেষে এক সাংবাদিক গম্ভীরকে প্রশ্ন করেন, ‘অফ ফর্ম চলছে রোহিত শর্মার এইরকম ফর্ম নিয়ে আর কতদিন খেলা চালিয়ে যাবেন তিনি? আর এই প্রশ্নের বেশ কড়া জবাব দিয়েছেন ভারতীয় দলের কোচ।

ওই সাংবাদিকের প্রশ্ন নিলে জবাবে তিনি বলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আসছে। দলের ক্যাপ্টেন আক্রমণাত্মক ছন্দে ইনিংস শুরু করছেন, তার সেটাই ড্রেসিংরুম এবং ম্যাচের আবহ তৈরি করে দিচ্ছে। যার ফলে দলের ওপর ভীষণ ভালো প্রভাব পড়ছে। তেতে উঠছে প্রত্যেকে। আর যার জন্য ম্যাচ বিজয় সম্ভব হচ্ছে।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now