নেড়া মাথা, চোখে রোদচশমা বাবার কোলে আজকের সুপারস্টার! চিনতে পারছেন অভিনেত্রীকে?

By Bongnews24x7

Published On:

Follow Us

তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। বলিউডের দেশি গার্ল বর্তমানে আমেরিকান গায়ক নিক জোনাস’কে বিয়ে করে বিদেশেই থাকেন। কাজের সূত্রে অবশ্য মাঝে মাঝে তাঁর ভারত-যাত্রা হয় তার। তিনি একজন গ্লোবাল আইকন। তিনি প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।

বেশ ভালো রকমের লড়াই করেই বলিউডে নিজের জায়গা পাকা করেছেন এই অভিনেত্রী। মডেলিং থেকে শুরু করে অভিনয়ে দেশ কাঁপিয়েছেন তিনি। এখন অবশ্য বিদেশ কাঁপাচ্ছেন। তথাকথিত ডাকসাইটে সুন্দরী ও নন গায়ের রং যে দারুণ ফর্সা তেমন নয় উল্টে চাপা।‌ আর সেই কারণে যথেষ্ট পরিমাণ কটাক্ষ অপমান লাঞ্ছনাও সহ্য করতে হয়েছে এই তারকাকে।

তবে সবকিছুর উপরে বোধহয় প্রতিভা। আর সেই জন্যই তো আজ নিজের প্রতিভার জোরে তিনি দেশ থেকে বিদেশ জয় করেছেন। সম্প্রতি অভিনেত্রীর ছোট বেলার কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অভিনেত্রীকে তার বাবার কোলে দেখা যাচ্ছে। আগে অভিনেত্রীর জীবনে সর্বক্ষণের সঙ্গী ছিলেন তার বাবা। ‌ এখন তার সঙ্গে সদাই থাকেন তার মা।

আর্মিতে চিকিৎসক ছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার বাবা। সম্প্রতি একটি ছোটবেলার ছবিতে দেখা গেছে সপরিবারে লে ঘুরতে গেছেন তারা। সালটা ১৯৯৪। ক্যামেরার সামনে কিন্তু বেশ সুন্দরভাবে পোস্ট দিয়েছেন ভারতের গ্লোবাল আইকন।

কিশোরী বয়স থেকেই তারও মডেলিং অভিনয়ের প্রতি ঝোঁক তৈরি হয়। তা তার বিভিন্ন ধরনের পোশাক, পোজ দেখলেই বোঝা যায়।বস্টনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘মেজর আপগ্রেড’। তিনি মডেলিং শুরু করেন ১৯৯৯ সাল থেকে। বরেলিতেই হয়েছিল প্রথম শুট। চুল আর মুখের মেকআপ নিজেই করেছিলেন তিনি। ২০০০ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন তিনি। ২০০২ সালে পা রাখেন অভিনয় জগতে।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now